ভারতের আহমেদাবাদে আজ পর্দা উঠছে একদিনের ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসরের। র্দীঘ এক যুগ পর দশ দলের শ্রেষ্ঠত্বের এ আয়োজনের সুযোগ পাওয়ায় ভারত জুড়ে বইছে অন্যরকম এক উন্মাদনা।
আজ (বৃহস্পতিবার) প্রথম খেলায় মুখোমুখি হবে গত আসরের দুই ফাইনালিস্ট দল বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও রানার্সআপ নিউজিল্যান্ড। শিরোপা ধরে রাখতে প্রতিটি ম্যাচকেই গুরুত্ব দিয়ে এগুতে চায় ইংল্যান্ড। অন্যদিকে, নিউজিল্যান্ডের লক্ষ্য জয় দিয়ে বিশ্বকাপ শুরু করা। যদিও দলে বেশ কয়েকজন ইনজুরি সমস্যায় ভুগছেন। এই ম্যাচে খেলবেন না কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন।
দুই দল এখন পর্যন্ত ৯৫টি একদিনের ক্রিকেট ম্যাচে মুখোমুখি হয়েছে। এরমধ্যে ইংল্যান্ডের জয় ৪৫টি ও নিউজিল্যান্ডের জয় ৪৪টিতে। আহমেদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপের উদ্বোধনী খেলা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে।
উল্লেখ্য ভারতে এর আগে সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল ২০১১ সালে। সেবার ঘরের মাঠে শিরোপা জিতেছিল মহেন্দ্র সিং ধোনির দল। এবার দেশটির ব্যাটন রোহিত শর্মার কাঁধে।