২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে রজব, ১৪৪৬ হিজরি / রাত ১১:০৪

আজ বাংলাদেশ ও ভারত মুখোমুখি

পুনেতে বিশ্বকাপ ক্রিকেটে নিজেদের চতুর্থ ম্যাচে আজ মুখোমুখি হবে বাংলাদেশ ও স্বাগতিক ভারত। 

আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি শুরু হবে এই  খেলা। 

এদিকে, টানা দুই পরাজয়ের পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ দল। স্বাগতিক ভারতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত আছে সাকিব আল হাসানের দল। ২২ গজে নিজেদের সেরাটা দিয়ে হারানো আত্মবিশ্বাস ফিরে পেতে চায় টিম বাংলাদেশ। 

দলের টপ অর্ডার ব্যাটসম্যানরা প্রথম তিন ম্যাচে ধারাবাহিকভাবে ভালো করতে পারেনি। এই জায়গায় উন্নতির জন্য অনুশীলনে দীর্ঘ সময় কাজ করেছেন কোচিং স্টাফরা। ফাস্ট বোলাররা যেনো ছন্দ ফিরে পায় সেটা নিয়ে কাজ করেছেন অ্যালান ডোনাল্ড। 

অন্যদিকে, টানা তিন জয় নিয়ে ভারতীয় দল রয়েছে ফুরফুরে মেজাজে। নিজেদের মাটিতে বিশ্বকাপ ট্রফি জেতার লক্ষ্য নিয়ে আসর শুরু করেছে স্বাগতিক দল। ভারতের রয়েছে দুর্দান্ত ব্যাটিং ও বোলিং লাইনআপ। বাংলাদেশের ব্যাটিং লাইন চিন্তা করেই একাদশ সাজাবে ভারত।  বিশ্বকাপ ক্রিকেটে দু’দলের চারবারের সাক্ষাতে ভারত জয় পেয়েছে তিনবার আর বাংলাদেশ জিতেছে এক খেলায়। 

Facebook
Twitter
LinkedIn