২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সন্ধ্যা ৭:৪৫
২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সন্ধ্যা ৭:৪৫

আজ শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে

রাজধানী ঢাকাসহ সারাদেশে একযোগে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে আজ। সকাল ৮টা থেকে শুরু হওয়া কার্যক্রম চলবে বিকেল ৪টা পর্যন্ত। 

স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় পুষ্টি সেবা বিভাগের কর্মকর্তারা জানান, দেশব্যাপী ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় ২ কোটি ৪০ লাখ শিশুকে বিনামূল্যে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি করে নীল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। এছাড়া ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। 

৬ থেকে ১১ মাস বয়সী ২৭ লাখ ৮৭ হাজার ৫০০ এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ কোটি ৩০ লাখ ২ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। টিকাদান কর্মসূচির নির্দিষ্ট কেন্দ্র ছাড়া অস্থায়ীভাবে তৈরি ১ লাখ ২০ হাজার টিকাদান কেন্দ্রে টিকা পাবে শিশুরা। এসব কেন্দ্রে টিকা খাওয়ানোর দায়িত্বে থাকবেন ২ লাখ ৪০ হাজার স্বেচ্ছাসেবী ও ৪০ হাজার স্বাস্থ্যকর্মী।

Facebook
Twitter
LinkedIn