খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন আজ। এ দিন বেথলেহেমে জন্মগ্রহণ করেন যীশু খ্রিস্ট। খ্রিস্টান ধর্মাবলম্বীদের বিশ্বাস, সব পাপ থেকে মুক্তির সঙ্গে মানবিক বন্ধনকে আরও দৃঢ় করতে পৃথিবীতে এসেছিলেন যীশু।
অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশের খ্রিস্টধর্ম অনুসারীরাও প্রার্থনা, ধর্মীয় আচার, আনন্দ-উৎসবের মধ্য দিয়ে পালন করছেন বড়দিন। রাজধানীসহ সারা দেশের গির্জাগুলো সাজানো হয়েছে বর্ণিল রূপে। রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাদা বাণীতে বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন।