২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে রজব, ১৪৪৬ হিজরি / রাত ১:০২

আজ শুভ বুদ্ধ পূর্ণিমা

জগতের সকল প্রাণী সুখী হোক ‘ বাণীর প্রচারক গৌতম বুদ্ধের আজকের দিনকে ‍বুদ্ধ পূর্ণিমা হিসেবে পালন করেন বুদ্ধ ভক্তরা। সারা দেশে বৌদ্ধ সম্প্রদায় দিনটিকে নানান আয়োজনে পালন করবে।

বৌদ্ধ ধর্ম মতে, প্রায় তিন হাজার বছর আগে এই দিনে মহামতি গৌতম বুদ্ধ পৃথীবিতে আবির্ভূত হয়েছিলেন। গৌতম বুদ্ধের জন্ম, বোধিলাভ ও মহাপ্রয়াণ বৈশাখী পূর্ণিমার দিনে হয়েছিল বলে এর (বৈশাখী পূর্ণিমা) নাম দেওয়া হয় ‘বুদ্ধ পূর্ণিমা’।

করোনার কারনে বিগত দুই বছর দিনটিকে আড়ম্বর করে পালন করতে পারেনি বৌদ্ধ ধর্মাবলম্বীরা। তাই এবার রাষ্ট্রীয় ছুটির এই দিনে রাজধানীসহ দেশজুড়ে বৌদ্ধ বিহারগুলোতে বুদ্ধ পূজা, প্রদীপ প্রজ্বলন, শান্তি শোভাযাত্রা, আলোচনা সভা ও বুদ্ধ পূজা অনুষ্ঠিত হবে। এছাড়া মানবজাতির সর্বাঙ্গীণ শান্তি ও মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে পৃথক বাণীতে বৌদ্ধ সম্প্রদায়কে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।

Facebook
Twitter
LinkedIn