২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে রজব, ১৪৪৬ হিজরি / রাত ৩:২৮

আতঙ্কের নাম সবুজ উইকেট, রোববার মুখোমুখি নিউজিল্যান্ড-বাংলাদেশ

দ্বিতীয় টেস্টে রোববার ভোরে নিউজিল্যান্ডের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। প্রথম টেস্ট জিতে সিরিজে ১-০তে এগিয়ে আছে মুমিনুলরা। শেষ ম্যাচে অন্তত ড্র করতে পারলেও প্রথমবারের মতো কিইউদের বিরুদ্ধে সিরিজ জয়ের স্মৃতি নিয়ে দেশে ফিরতে পারবে মুমিনুলরা। বাংলাদেশ সময় ভোর ৪টায় ম্যাচটি শুরু হবে।

দ্বিতীয় টেস্টের আগে আতঙ্ক ছড়াচ্ছে ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালের সবুজ উইকেট। যেখানে থাকবে পেসারদের দাপট। উইকেট দেখে নিউজিল্যান্ডের তারকা ব্যাটসম্যান রস টেইলর তেমনই মনে করছেন। হ্যাগলি ওভালের উইকেটে বাউন্স সবসময়ই বেশ। সঙ্গে ঘাসও থাকবে অনেক,

শুক্রবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে টেইলর বলেন, ‘এই মাঠ আমরা খুব ভালোভাবে চিনি। আমার মনে হয়, মাউন্টে (আগের টেস্টের ভেন্যু) কীভাবে খেলা উচিত, আমরা এখনো তা বুঝে ওঠার চেষ্টা করছি। কিন্তু এখানকার উইকেট সম্পর্কে আমাদের ধারণা অনেক বেশি। আমার মনে হয়, এখানে বাউন্স থাকবে ও বল ভালোভাবে কিপারের কাছে যাবে পুরো সময়ই। অনেক ঘাস থাকবে এখানে।’

তিনি আরো বলেন, ‘বোলারদের জিভে জল চলে আসবে উইকেট দেখে। আমাদের ব্যাটসম্যানদের আরো বেশি নিবেদন দেখাতে হবে গত টেস্টের চেয়ে। তবে আমাদের ব্যাটাররা এই কন্ডিশনে অনেক অভ্যস্ত, বোলাররাও।’

এই টেস্ট দিয়ে নিউজিল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি টেস্ট খেলার রেকর্ডে ড্যানিয়েল ভেট্টরিকে স্পর্শ করবেন টেইলর (১১২)। তবে রেকর্ডটি শুধু নিজের করে নেয়া হবে না। সিরিজ শুরুর আগেই তিনি ঘোষণা করেছেন, এই সিরিজই শেষ। ক্রাইস্টচার্চ টেস্ট তাই তার বিদায়ী টেস্ট।

তবে শুধু সাউদি-বোল্টদের নয়, খুশির নাচন থাকবে তাসকিন-ইবাদত-শরিফুলদের চোখেমুখেও। ঢাকায় শুক্রবার একটি মোবাইল ফোন প্রস্তুতকারি প্রতিষ্ঠানের পণ্যদূত হওয়ার আয়োজনে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দলের বাইরে থাকা সাকিব আল হাসান বলেন, ‘সবুজ উইকেট হলেও, আমাদের জন্য যে সুবিধাটা থাকবে, আমাদের যে তিনটা বোলার আছে, তারাও খুব ভালো বল করেছে, আমাদের তিনজন। মিরাজ অসাধারণ বল করেছে। তবে আমাদের তিনজন সিমারই ভালো বল করেছে। ওদের এটাও মাথায় রাখতে হবে যে আমাদের বোলারদেরও খেলতে হবে।’

প্রথম টেস্ট জিতে সিরিজে এগিয়ে থাকার আত্মবিশ্বাস দ্বিতীয় টেস্টে বাংলাদেশের বড় শক্তি হবে বলে আশা সাকিবের, ‘এরকম একটা ম্যাচ জেতার পর যেমন হয় যে, সবাই অনেক আত্মবিশ্বাসী থাকে। আমি আশা করব, ওই আত্মবিশ্বাস যেন কাজে লাগে। এমন নয় যে কাজে লাগবেই। তবে কাজে লাগলে খুব ভালো হবে।’

প্রথম টেস্টে টস জিতে আগে বোলিংয়ের সুবিধাটা পেয়েছিল বাংলাদেশ। সাকিবের মতে, দ্বিতীয় টেস্টে টস গড়ে দিতে পারে আরো বড় পার্থক্য, ‘নতুন একটা ম্যাচ, প্রথম দিনটা গুরুত্বপূর্ণ হবে। টস জেতাটা গুরুত্বপূর্ণ হবে। আমার মনে হয়, টস এই টেস্টে সবচেয়ে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। কারণ নিউজিল্যান্ডে সবসময় দ্বিতীয়-তৃতীয় দিনে উইকেটটা খুবই ভালো থাকে (ব্যাটিংয়ে জন্য)। টসটা জিতে যদি ফিল্ডিং করা যায়, আমার কাছে মনে হয় সবচেয়ে ভালো হবে দলের জন্য।’

হ্যাগলি ওভালে এ পর্যন্ত আট টেস্ট খেলে মাত্র একটিতে হেরেছে নিউজিল্যান্ড। মাউন্ট মঙ্গানুই ছিল সে তুলনায় নিউজিল্যান্ড দলের জন্যই নতুন মাঠ। অথচ সেখানেই স্বপ্নের মতো কেটেছে বাংলাদেশের প্রথম টেস্ট। প্রায় একদিন হাতে রেখে বাংলাদেশ ম্যাচ জেতে ৮ উইকেটে। প্রথম ইনিংসে নিউজিল্যান্ড করেছিল ৩২৮ রান। জবাবে বাংলাদেশ চার ফিফটিতে করে ৪৫৮ রান। দ্বিতীয় ইনিংসে বল হাতে বাংলাদেশ ছিল দুরন্ত। বিশেষ করে চতুর্থ দিনের শেষ বেলায় ইবাদত হোসেনের অবিশ্বাস্য এক স্পেলে ম্যাচের লাগাম চলে আসে বাংলাদেশের হাতে। যে ম্যাচ ড্র হওয়ার কথা ছিল, সেখানে বাংলাদেশ পায় জয়ের সুবাস। ৫ উইকেটে ১৪৭ রানে চতুর্থ দিন শেষ করা নিউজিল্যান্ড শেষ দিনে বাকি উইকেটে তুলতে পারে মাত্র ২২ রান। বাংলাদেশের জয়ের জন্য টার্গেট দাঁড়ায় মাত্র ৪০ রান। সে লক্ষ্যে বাংলাদেশ স্পর্শ করে মাত্র দুই উইকেটে। জয় আসে ৮ উইকেটে।

প্রথম টেস্ট জিতে গা ভাসিয়ে দিচ্ছে না বাংলাদেশ দল। মমিনুলদের লক্ষ্য এখন ক্রাইস্টচার্চে। এ কারণে অধিনায়ক মমিনুল হক বলেছেন, ‘প্রথম টেস্ট জয়ের স্মৃতি ভুলে যেতে চাই। চোখ রাখতে চাই দ্বিতীয় টেস্টে।’

ক্রাইস্টচার্চে একটি টেস্ট ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে বাংলাদেশ দলের। সেটিও আজ থেকে চার বছর আগে। ২০১৭ সালে এই ভেন্যুতে ৯ উইকেটে হেরেছিল বাংলাদেশ। ২০১৯ সালে এই ভেন্যুতে একটি টেস্ট ম্যাচ হওয়ার কথা ছিল বাংলাদেশের। কিন্তু তা হয়নি। ক্রাইস্টচার্চের একটি মসজিদে ঘটে ভয়াবহ দুর্ঘটনা। এক বন্দুকধারীর হামলায় হতাহত হন অনেকে। অল্পের জন্য বেঁচে যায় বাংলাদেশের ক্রিকেটাররাও। ফলে সেই টেস্ট না খেলেই দেশে ফিরতে হয়েছিল তামিমদের।

দ্বিতীয় টেস্টে বাংলাদেশের স্কোয়াডে আসবে পরিবর্তন। ওপেনার মাহমুদুল হাসান জয় ইনজুরির কারণে দলের বাইরে। তার পরিবর্তে দলে ঢুকতে পারেন নাঈম শেখ।

Facebook
Twitter
LinkedIn