ইউক্রেন-রাশিয়া ইস্যুতে দেশীয় পুঁজিবাজারে প্যানিক ছড়িয়ে এক ধরণের ধস নামানো হয়েছে। যদিও বিশ্বের অন্যান্য শেয়ারবাজারে এ ইস্যুতে নেতিবাচক প্রভাব কেটে গেছে। কিন্তু দেশিয় পুঁজিবাজারে একই ইস্যু ছড়িয়ে এক শ্রেণীর সুবিধাভোগী বিনিয়োগকারী ফায়দা লুটে যাচ্ছে। সাইডলাইনে বসে থাকা বড় বিনিয়োগকারীদের কম দরে শেয়ার কেনার সুযোগ তৈরি করতেই এমন পরিস্থিতি তৈরি করা হয়েছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।
আজ ২৭ ফেব্রুয়ারি সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও দৈনিক লেনদেনের পরিমাণ। দিন শেষে আজ ২.৭৩ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।
জানা যায়, আজ ২৭ ফেব্রুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২.৩৮ শতাংশ বা ১৬৩.২৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৬৭৬.১৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩০.৫৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৪৫.১৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪৭.০৭ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৪৬৭.৯০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০ টির, কমেছে ৩৬৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২.৭৩ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ২৫ কোটি ৬৮ লাখ ১২ হাজার ৬৮ টি শেয়ার ২ লাখ ১৭ হাজার ২৮৬ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৯১৫ কোটি ৮৬ লাখ ৯৪ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ২৪ ফেব্রুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.৫৭ শতাংশ বা ১০৯.২৩ পয়েন্ট কমে অবস্থান করেছে ৬ হাজার ৮৩৯.৪৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২২.৮৩ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৪৭৫.৭২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩৫.৫২ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ৫১৪.৯৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৩০ টির, কমে ৩২৬ টির এবং অপরিবর্তিত রয় ২১ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৯.২০ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ২৮ কোটি ২৩ লাখ ৯৯ হাজার ৮৭৫ টি শেয়ার ২ লাখ ৩১ হাজার ৫৯২ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ৪৯ কোটি ৫০ লাখ ২৩ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ২.৫৩ শতাংশ বা ৫০৬.১৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯ হাজার ৪৮৫.৩৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩০৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৮ টির, কমেছে ২৮৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩ টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩৩ কোটি ৫৩ লাখ ২১ হাজার ১৩৫ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৭ কোটি ৪৫ লাখ ৯১ হাজার ২১৭ টাকা। অর্থাৎ সিএসইতে আজ লেনদেন বেড়েছে ৩ কোটি ৯২ লাখ ৭০ হাজার ৮২ টাকা।