২৮শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১৪ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৮শে রজব, ১৪৪৬ হিজরি / রাত ১:২১

আপাতত মুক্তি মিলছে না ফখরুল-আব্বাসের, জামিন নিয়ে আপিল শুনানি রোববার

পল্টন থানার নাশকতার মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে হাইকোর্টের দেওয়া জামিনের বিরোধিতা করে রাষ্ট্রপক্ষের আবেদন শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠানো হয়েছে। আপিল বিভাগে এ আবেদনের ওপর শুনানি হবে রোববার।

এর আগে গতকাল মঙ্গলবার তাদেরকে ছয় মাসের জামিন দেন হাইকোর্ট।
পরে আজ বুধবার সকালে রাষ্ট্রপক্ষ চেম্বার আদালতে জামিনের বিরোধিতা করে আপিল করলে বিচারপতি জাহাঙ্গীর হোসেন বুধবার এ আদেশ দেন।

উল্লেখ্য, গত ৭ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে দলটির নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। এতে ১ জন নিহত ও বেশ কয়েকজন আহত হন। গত ৮ ডিসেম্বর পল্টন থানায় মামলা হয়।

পরে ৮ ডিসেম্বর গভীর রাতে আলাদা অভিযান চালিয়ে দুই নেতাকে আটক করে গোয়েন্দা পুলিশ। এ মামলার এজাহারে নাম থাকা আমান উল্লাহ আমান ও আব্দুল কাদের ভূঁইয়া জুয়েলসহ বেশ কয়েকজন বিএনপি নেতা আগেই জামিন পেয়েছেন।

Facebook
Twitter
LinkedIn