Search
২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ / ২৬শে শাবান, ১৪৪৬ হিজরি / রাত ১:০০

‘আফগানিস্তানকে সহযোগিতা দিয়ে যাবে পাকিস্তান’

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, আফগানিস্তানকে বাইরের থেকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। ইসলামাবাদ যুদ্ধবিধ্বস্ত কাবুলকে সহযোগিতা অব্যাহত রাখবে। শুক্রবার সাংহাই কোঅপারেশন কাউন্সিল অব হেডস অব স্টেট সম্মেলনে তিনি এসব কথা বলেছেন।

ইমরান খান তার ভাষণে আফগানিস্তানে মানবিক সহায়তার জন্য আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান জানিয়েছেন।

তিনি বলেছেন, ‘আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে আফগান সরকার প্রাথমিকভাবে বৈদেশিক সাহায্যের ওপর নির্ভরশীল।’

তালেবানকে তাদের প্রতিশ্রুতি রক্ষার আহ্বান জানিয়ে পাকপ্রধানমন্ত্রী বলেন, ‘তালেবানকে অবশ্যই তাদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে হবে। আফগানিস্তানে শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় পাকিস্তানের গুরুত্বপূর্ণ স্বার্থ রয়েছে এবং এর জন্য পাকিস্তান সহযোগিতা অব্যাহত রাখবে।’

Facebook
Twitter
LinkedIn