২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সকাল ১০:২৪
২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সকাল ১০:২৪

আফগানিস্তানে মিনিবাসে বোমা হামলা, ৯ জন নিহত

আফগানিস্তানের মাজারি-ই-শরিফ নগরীতে দুইটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। উত্তরাঞ্চলীয় এ নগরীর একটি শিয়া মসজিদে ভয়াবহ বোমা হামলার মাত্র কয়েকদিন পর এ হামলা চালানো হলো।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) স্থানীয় পুলিশের বরাতে এ তথ্য জানিয়েছে আরব নিউজ।

এছাড়া বলখ প্রদেশের পুলিশ মুখপাত্র আসিফ ওয়াজিরি এএফপিকে বলেন, শিয়া যাত্রীদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তিনি জানান, এ বোমা বিস্ফোরণে ১৩ জন আহত হন। এসংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

গত আগস্টে তালেবান ক্ষমতায় ফিরে আসার পর থেকে আফগানিস্তানে হামলার সংখ্যা কমলেও সুন্নি দায়েশ গোষ্ঠী শিয়াদের লক্ষ্যবস্তু করে চলেছে, তারা শিয়াদের ধর্মদ্রোহী হিসেবে দেখে।

Facebook
Twitter
LinkedIn