২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে রজব, ১৪৪৬ হিজরি / রাত ১:৪৫

আফগানিস্তানে ৬.২ মাত্রার ভূমিকম্প

আফগানিস্তানে ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে এমন ভূমিকম্প অনুভূত হয়। এক প্রতিবেদনে এমন খবর দিয়েছে রয়টার্স।

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস জানিয়েছে, শনিবার উত্তর-পশ্চিম আফগানিস্তানে ৬.২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। সংস্থাটি জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার (৬.২১ মাইল)। আফগানিস্তানের ফয়জাবাদে ৫.২ মাত্রার ভূমিকম্পের কয়েক মাস পরেই এই ঘটনা ঘটে।

২০২২ সালের জুন মাসে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে আফগানিস্তানে। ওই ভূমিকম্পে কয়েকশ মানুষের মৃত্যু হয়। তালেবান প্রশাসন সেই সময় ক্ষতিগ্রস্তদের সহায়তায় বিদেশের সাহায্য প্রার্থনা করে।

২০২১ সালের আগস্টে আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান। এরপর মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর বিভিন্ন নিষেধাজ্ঞার কারণে আফগানিস্তানের অর্থনৈতিক সংকট আরও বেড়েছে। তবে সেই ধাক্কা কাটিয়ে উঠতে সর্বোচ্চ চেষ্টা করছে তালেবান সরকার।

Facebook
Twitter
LinkedIn