আবারও সেলফ আইসোলেশনে গেছেন ৫৫ বছর বয়স্ক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। কোন লক্ষন না থাকার পরও করোনা ভাইরাসে আক্রান্ত অ্যাশফিল্ডের এক এমপির সঙ্গে সভা করায় তার আইসোলেশনে যাওয়া। মিটিংয়ের পর স্থানীয় এমপি অ্যান্ডারসনের করোনা পজেটিভ পাওয়া গেছে। বিবিসি জানিয়েছে, প্রধানমন্ত্রী করোনা আক্রান্ত এই এমপির সাথে ৩৫ মিনিট সময় অতিবাহিত করেছেন।তার পর তাকে স্ব-বিচ্ছিন্ন (আইসোলেশনে) যেতে বলা হয়। তবে ডাউনিং স্ট্রিট জানিয়েছে প্রধানমন্ত্রীর এখনও কোন করোনা লক্ষন দেখা যায়নি।
রবিবার এনএইচএস এর টেস্ট অ্যান্ড ট্রেসের মাধ্যমে প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগ করে তাকে সেলফ আইসোলেশনে থাকতে বলা হয়। সংসদ সদস্য লি অ্যান্ডারসনের করোনা পজেটিভ হলে বাড়তি সর্তকতা হিসাবে প্রধানমন্ত্রীকে সেলফ আইসোলেশেনে যেতে বলা হয়। তবে আইসোলেশনে গেলেও তিনি ১০ নং ডাউনিং স্ট্রিট থেকে দৈনন্দিন কাজ চালিয়ে যাবেন। বরিস জনসনের মূখপাত্র জানিয়েছেন প্রধানমন্ত্রীর কোন লক্ষন নেই এবং তিনি ভালো বোধ করছেন।
প্রসঙ্গত: চলতি বছরের ২৭ মার্চে করোনা ভাইরাসে আক্রান্ত হন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।