২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে রজব, ১৪৪৬ হিজরি / রাত ২:৪৮

আবারও হাসপাতালে নেয়া হচ্ছে সাকিবকে

ভারতের ম্যাচের আগে বাংলাদেশ দলে দুশ্চিন্তার নাম সাকিব আল হাসান। ভারতের বিপক্ষে বিশ্বসেরা অলরাউন্ডার খেলতে পারবেন কিনা তা নিয়ে শঙ্কা কাটেনি এখনও। এরপর টিম ডিরেক্টরদের কাছ থেকে আশার বাণী শোনা গিয়েছিলো। এমনকি অনুশীলনেও দেখা গিয়েছিল সাকিবকে। তবে বুধবার (১৮ অক্টোবর) স্ক্যান করাতে আবারও সাকিবকে হাসপাতালে নেয়া হচ্ছে সাকিবকে। ভারতের বিপক্ষে ম্যাচের আগে আজ বিকেলে ঐচ্ছিক অনুশীলন ছিল বাংলাদেশ দলের। সেই অনুশীলনে যোগ নাও দিতে পারেন সাকিব।

আগামী বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিশ্বকাপ যাত্রায় নিজেদের চতুর্থ ম্যাচে পুনেতে ভারতের মোকাবিলা করবে বাংলাদেশ। আসরে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে দুই ম্যাচেই হারের মুখ দেখেছে টাইগাররা। সেমিফাইনালের স্বপ্ন টিকিয়ে রাখতে এ ম্যাচে ঘুরে দাঁড়াতে হবে লাল সবুজের প্রতিনিধিদের। কিন্তু পরাশক্তিদের বিপক্ষে মাঠে নামার আগে বড় অস্বস্তির নাম টাইগার অধিনায়ক সাকিব আল হাসানের ইনজুরি।

নিউজিল্যান্ডের বিপক্ষে ১৩ অক্টোবরের ম্যাচে ব্যাট করার সময় রান নিতে গিয়ে থাই স্ট্রেইনের চোট পেয়েছিলেন সাকিব। পরবর্তীতে বোলিং ও ফিল্ডিং করলেও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে দেখা যায়নি টাইগার অধিনায়ককে। সহকারী অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সে সময় জানান, সাকিব তার চোটের স্ক্যান করাতে দ্রুত হাসপাতালে গিয়েছেন। পরে জানা যায়, পায়ের মাংসপেশী ছিঁড়ে গেছে সাকিবের।

Facebook
Twitter
LinkedIn