বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীর নিখোঁজ ইস্যুতে স্থায়ী কমিটির প্রভাবশালী সদস্য মির্জা আব্বাসের বক্তব্য ব্যাপক আলোড়ন তুলেছে দলের ভেতর-বাইরে। নানা প্রশ্ন দেখা দিয়েছে দলের নেতাকর্মীদের মধ্যে। কেন, কী কারণে এবং কাকে উদ্দেশ করে মির্জা আব্বাস এমন বক্তব্য দিয়েছেন- তা নিয়ে চলছে ব্যাপক আলোচনা।
এ ঘটনায় বিএনপির হাইকমান্ডও বিস্মিত ও ক্ষুব্ধ আব্বাসের ওপর। দলের সর্বোচ্চ নীতিনির্ধারণ ফোরামের সদস্যের এ বক্তব্য সরকারকে ‘দায়মুক্ত’ হওয়ার সুযোগ করে দিয়েছে বলে মনে করছেন দলটির নেতাকর্মীরা। তাদের দাবি, মির্জা আব্বাস নিজের এবং দলের বড় ধরনের ক্ষতি করে ফেললেন, যা সহজে আর পুষিয়ে নেওয়া সম্ভব হবে না।
ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার ৯ বছর পূর্তির দিন গত শনিবার এক ভার্চুয়াল আলোচনা সভায় মির্জা আব্বাস বলেছিলেন, ইলিয়াসকে আওয়ামী লীগ সরকার গুম করেনি। গুম হওয়ার আগের রাতে দলীয় অফিসে কোনো এক ব্যক্তির সঙ্গে তার মারাত্মক বাগ্বিতণ্ডা হয়। এ ঘটনার পেছনে দলেরই অভ্যন্তরীণ লুটপাটকারী, বদমায়েশগুলো আছে। যদিও তার ওই বক্তব্যের পরদিনই গতকাল রোববার সংবাদ সম্মেলনে মির্জা আব্বাস দাবি করেছেন, ইলিয়াস আলী ইস্যুতে তিনি যে বক্তব্য দিয়েছেন, সেটা সরকারকে কটাক্ষ করে বলা। তার মূল বক্তব্য ছিল, ইলিয়াস গুমের বিষয়ে সরকারকেই জবাব দিতে হবে। তার এ বক্তব্যকে গণমাধ্যমে বিকৃত করা হয়েছে।