২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ১১:২৪
২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ১১:২৪

আমার শরীর, ইচ্ছা হলে আমি দেখাবো: শ্রীলেখা

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। স্পষ্টভাষী হিসেবেও তার সুনাম রয়েছে। কোনো উচিত কথাই পেটে লুকিয়ে রাখেন না। তাতে নিজের ক্যারিয়ারজুড়ে অনেক ক্ষতি হলেও সেগুলো মেনে নিয়েছেন। কিন্তু নিজের নীতির সঙ্গে আপোষ করতে দেখা যায় না তাকে কখনো।

সম্প্রতি নিজের ছবি পোস্ট করে টালিউড এই অভিনেত্রী লিখেছেন, আমার চোখে হারাও, ক্লিভেজ দেখার জন্য সময় পাবে।

আপাতদৃষ্টিতে দেখে মনে হতে পারে নিছক মজা করার জন্যই এই পোস্ট করেছেন অভিনেত্রী, কিন্তু বাস্তাবে সেটি নয়। এ বিষয়ে আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে শ্রীলেখা বলেন, এই ছবিতে আমার ক্লিভেজ বেরিয়ে আছে। কিন্তু আমার প্রশ্ন, ছবি তোলার জন্য ক্লিভেজ ঢাকতে হবে কেন! আগে আমার চোখের দিকে তাকাও। তারপর আমার ক্লিভেজের দিকে তাকাবে।

নারীর সৌন্দর্যকে উপভোগ করার মধ্যে কোনও অন্যায় দেখেন না শ্রীলেখা। কিন্তু সেই সৌন্দর্য দেখার নামে ‘নোংরামি’ বরদাস্ত করতে রাজি নন তিনি। শ্রীলেখা মনে করেন, শালীন-অশালীন নির্ভর করে নারীপুরুষ নির্বিশেষে মানসিকতার ওপর। তাই কোনও নারী শাড়ি পরলেও তাকে খারাপ কথা শুনতে হতে পারে, আর খোলামেলা পোশাক বেছে নিলেও তাকে ‘চরিত্রহীন’ বলা হয়।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অনেকেই আমাকে নিয়ে অনেক আজেবাজে কথা বলেন। আমার কোন ধরনের পোশাক পরা উচিৎ বা উচিৎ না, সেই বিষয়েও পরামর্শ দেন। কিন্তু তুমি কে ভাই? আমার শরীর, ইচ্ছা হলে আমি দেখাবো। কিন্তু আমার ক্লিভেজ অবধি পৌঁছতে গেলে, আগে আমার মন ছুঁতে হবে।

Facebook
Twitter
LinkedIn