২৮শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১৪ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৮শে রজব, ১৪৪৬ হিজরি / রাত ১:২২

আয়ারল্যান্ডকে ১৮০ রানের লক্ষ্য দিল অস্ট্রেলিয়া।

টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের মূল পর্বের খেলায় আয়ারল্যান্ডকে ১৮০ রানের লক্ষ্য দিল অস্ট্রেলিয়া। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৯ রান সংগ্রহ করে অজিরা। দলের পক্ষে সর্বোচ্চ ৬৩ রান করেন অধিনায়ক অ্যারোন ফিঞ্চ। 

আজ (সোমবার) টজ জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নি। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে কিছুটা চাপে থাকলেও তা সামলে রানের ধারাবাহিকতায় ফেরে অজিরা।  অধিনায়ক ফিঞ্চ ও  মার্কাস স্টয়নিসের নৈপুণ্যে ১৭৯ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া।

আয়ারল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৩উইকেট শিকার করেন ব্যারি ম্যাকার্থি। 

আয়ারল্যান্ড একাদশ :

অ্যান্ড্রু বালবির্নি (অধিনায়ক), পল স্টার্লিং, লোরকান টাকার, হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডায়ার, ব্যারি ম্যাকার্থি, ফিওন হ্যান্ড ও জোশুয়া লিটল।

অস্ট্রেলিয়া একাদশ:

অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, টিম ডেভিড, ম্যাথু ওয়েড, প্যাট কামিন্স, অ্যাডাম জাম্পা, মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউড।

Facebook
Twitter
LinkedIn