২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে রজব, ১৪৪৬ হিজরি / রাত ৮:৩৪

আ’লীগ সরকারের অধীনে কোনো নির্বাচনই সুষ্ঠু হয়নি’

আওয়ামী লীগ সরকারের অধীনে দেশে কোনো নির্বাচনই সুষ্ঠু হয়নি, আগামীতেও হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মানুষকে বোকা বানিয়ে এবার আর পার পাওয়া যাবে না বলেও জানান তিনি।

চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে রোববার একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি জানান, চলমান সংকট শুধু বিএনপি’র একার নয়; এটি জাতির সংকট। সম্মিলিত প্রতিরোধেই মুক্তির পথ বলে মনে করেন বিএনপি মহাসচিব। 

‘চিরভাস্বর, জ্যোতির্ময়, দীপ্তিমান’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করতেই গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এই অনুষ্ঠানে। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগ ক্ষমতা ধরে রাখতেই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার নামে নতুন ধোঁয়া তুলছে। আগামী নির্বাচন সুষ্ঠু হবে সরকারের এমন বক্তব্য প্রত্যাখ্যান করেন মির্জা ফখরুল।

মির্জা ফখরুল বলেন, যুক্তরাষ্ট্রের ভিসা নীতি বড় বিষয় নয়, দেশের জনগণের প্রতি দায়বদ্ধতাই মূল বিষয়। বিএনপি বিদেশীদের কাছে ধর্না দেয় না বলেও মন্তব্য করেন তিনি।

এসময় গণতন্ত্রের জন্য সংগ্রাম করায় অসুস্থ খালেদা জিয়াকে বন্দি অবস্থায় দিন পার করতে হচ্ছে বলেও জানান বিএনপি মহাসচিব।

Facebook
Twitter
LinkedIn