জেরুজালেমে পবিত্র আল আকসা মসজিদে আবারও ফিলিস্তিনি মুসল্লিদের ওপর হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। গতকাল (বুধবার) রাতে ইসরাইলি সেনাদের সহিংসতা-ধরপাকড় অব্যাহত ছিল। একদিন আগে মঙ্গলবারও একইভাবে নামাজরত মুসল্লিদের ওপর হামলা চালায় ইসরাইলি বাহিনী।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, সশস্ত্র ইসরাইলি পুলিশ আল-আকসা মসজিদের প্রার্থনা কক্ষে বুধবার রাতে আবারও হামলা চালিয়েছে। এ নিয়ে পরপর দ্বিতীয় রাতে ফিলিস্তিনি মুসল্লি ও ইবাদতকারীদের ওপর হামলা করলো ইসরাইল।
খবরে বলা হয়েছে, পবিত্র আল আকসা মসজিদে সশস্ত্র ইসরাইলি পুলিশের হামলার অনেক ভিডিও সামনে আসতে শুরু করেছে। এসব ভিডিওতে আগের দিন ভোর রাতে অর্থাৎ প্রথম দফায় হামলার মতো একই ভাবে হামলার দৃশ্য দেখা গেছে। সেসময় ইসরাইলি পুলিশ লাঠিসোঁটা, টিয়ার গ্যাস, গ্রেনেড এবং ধোঁয়াসৃষ্টিকারী বোমা নিয়ে মসজিদে ঢুকে পড়ে এবং নারীসহ মুসল্লিদের মারধর ও নির্যাতন করে।পবিত্র আল আকসা মসজিদে মুসল্লিদের ওপর হামলার ঘটনায় অধিকৃত পশ্চিম তীরজুড়ে সংঘর্ষ শুরু হয়েছে।
এদিকে আল-আকসা মসজিদে হামলা ও এর জেরে সৃষ্ট উত্তেজনা নিয়ে আলোচনায় বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। আল-আকসা মসজিদ প্রাঙ্গণে সহিংসতা নিয়ে আলোচনার জন্য বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ একটি জরুরি অধিবেশন বসবে। সংযুক্ত আরব আমিরাত ও চীনের অনুরোধে রুদ্ধদ্বার বৈঠকটি ডাকা হয়েছে।