Search
২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে শাবান, ১৪৪৬ হিজরি / দুপুর ২:৪২

আল হিলালেই যোগ দিলেন নেইমার

জানা গিয়েছিল আগেই। বাকি ছিল কেবল আনুষ্ঠানিকতা। ব্রাজিলিয়ান তারকা নেইমারের যোগ দেওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানালো সৌদি আরবের ক্লাব আল হিলাল। মঙ্গলবার রাতে আনুষ্ঠানিক ঘোষণা দেয় ক্লাবটি।

মঙ্গলবার রাতে সৌদি প্রো লিগের দল আল-হিলাল তাদের টুইটারে নেইমারের যোগ দেওয়ার খবর নিশ্চিত করেছে। এক ভিডিও পোস্ট করে নেইমার বলছেন, ‘আমি এখানে সৌদি আরবিয়া, আমি হিলালি।’

৯০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে দুই বছরের জন্য সৌদি ক্লাবটিতে গেছেন ব্রাজিলিয়ান তারকা। মঙ্গলবার আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে পিএসজি। সেই সঙ্গে নেইমারের নতুন যাত্রায় শুভকামনা জানিয়েছে ক্লাবটি। তবে নেইমারের বেতন নিয়ে কিছুই জানায়নি ফরাসি জায়ান্টরা। ইউরোপীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, দুই বছরে ১৬০ মিলিয়ন ইউরো পাবেন নেইমার।

পিএসজি প্রেসিডেন্ট নাসের আল খেলাইফি নেইমারকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, ‘তার মত একজন দুর্দান্ত খেলোয়াড়কে বিদায় জানানো সবসময়ই কঠিন, তিনি বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়দের একজন। প্যারিসে যেদিন তিনি এসেছিলেন তা আমি কখনই ভুলব না। গত ৬ বছরে আমাদের ক্লাবে তিনি অসামান্য অবদান রেখেছেন।’

তিনি বলেন, ‘তার সঙ্গে আমাদের একটি দুর্দান্ত মুহূর্ত ছিল। তিনি সবসময় আমাদের ইতিহাসের একটি বড় অংশ হয়ে থাকবেন। আমি নেইমার এবং তার পরিবারকে ধন্যবাদ জানাতে চাই। তার ভবিষ্যৎ শুভ হোক সেই কামনা করি।’

ফরাসি জায়ান্টদের হয়ে ৬ মৌসুম খেলেছেন নেইমার। ১৭৩ ম্যাচে ১১৮টি গোল করেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড, শিরোপা জিতেছেন পাঁচটি।

২০১৭ সালে রেকর্ড ট্রান্সফার ফিতে ২০০ মিলিয়নের বেশি ইউরোতে বার্সেলোনা থেকে নেইমারকে নিয়ে এসেছিল পিএসজি। শেষ তিনটি ট্রান্সফার উইন্ডোতেই এই ব্রাজিলিয়ানকে বিক্রি করতে চাইছিল ফ্রান্সের ক্লাবটি। আল হিলালের ৮৬ মিলিয়ন ইউরোর প্রস্তাব পেয়ে তারা তাই গ্রহণ করেছে।

Facebook
Twitter
LinkedIn