Search
২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১৪ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ / ২৮শে শাবান, ১৪৪৬ হিজরি / রাত ৪:৪৬

আশুলিয়ায় চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ

সাভারের আশুলিয়ায় চলন্ত বাসে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাত পৌনে ১২টার দিকে আশুলিয়া-সিঅ্যান্ডবি বাইপাস সড়কের আশুলিয়া গরুরহাট এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আটকদের পরিচয় পাওয়া যায়নি।

শনিবার সকালে আশুলিয়া থানার পরিদর্শক তদন্ত জিয়াউল ইসলাম বলেন, শুক্রবার রাতে বোনের বাড়ি মানিকগঞ্জ থেকে নিজ বাসা নারায়ণগঞ্জের চাষাড়া এলাকায় যাচ্ছিলেন ওই তরুণী।

পরে গন্তব্যে যাওয়ার আগেই সব যাত্রীদের নামিয়ে দেন বাসের চালক-সহকারী।

এর পর ওই তরুণীকে জোর করে বাসে নবীনগর নিয়ে যায় বাসচালক, হেলপারসহ ছয়জন। এ সময় বাসের জানালা-দরজা বন্ধ করে তরুণীকে গণধর্ষণ করে তারা। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হলেও একজন পালিয়ে গেছে।

Facebook
Twitter
LinkedIn