২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / বিকাল ৪:৩১
২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / বিকাল ৪:৩১

আশুলিয়ায় ৫ গরু চোর আটক ; দুই গরু উদ্ধার

শিল্পাঞ্চল আশুলিয়ায় গরু চোর চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে থানা পুলিশ। এ সময় চুরি যাওয়া দুটি গরু উদ্ধার এবং চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে।

মঙ্গলবার রাতে আশুলিয়া থানার এসআই হারুন আর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সন্ধ্যার দিকে আশুলিয়ার জামগড়া, কাঠগড়া ও ধলপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন বগুড়ার কাহলু উপজেলার আরোলা এলাকার রমজান আলীর ছেলে আজম আলী (৩০), একই বগুড়া সদর উপজেলার কাঠনাল পাড়ার আব্দুল কাদেরের ছেলে মকুল শেখ (৪৫), শাজাহানপুর উপজেলার শাহাপাড়া এলাকার মৃত নুর হোসেন মিয়ার ছেলে শাকিল হাসান (২০), নন্দীগ্রাম উপজেলার শহরপুড়ী এলাকার আহাদ আলীর ছেলে আব্দুল মজিদ (৩৮) ও আশুলিয়ার ধলপুর এলাকার ইমান আলী শেখের ছেলে সমেজ আলী শেখ (৪০)। তারা আশুলিয়ার জামগড়া শিমুলতলা এলাকার বিভিন্ন ভাড়া বাসায় থেকে বিভিন্ন অপকর্ম করতেন। তাদের মধ্যে আব্দুল মজিদ ও আলী আজমের বিরুদ্ধে চুরিসহ ১৪টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, গত সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আশুলিয়ার পাবনারটেক এলাকার রোকনের বাড়ি থেকে দুটি গরু চুরি হয়। ওই গরু দুটি কসাইয়ের কাছে বিক্রি করে দেয়। পরে টাকার ভাগাভাগি নিয়ে চোরদের মধ্যে ঝগড়া হয় এবং চোর সদস্যের একজন আশুলিয়া থানায় বিষয়টি জানায়। পরে পুলিশ তার দেয়া তথ্যের ভিত্তিতে আশুলিয়ার জামগড়া, কাঠগড়া ও ধলপুর সিকদারবাগ এলাকায় অভিযান চালিয়ে ওই চোর চক্রের পাঁচ সদস্যকে আটক করে। এ সময় তাদের দেয়া কসাই সোমেজ শেখের কাছে বিক্রি করা গরু দুটি উদ্ধার এবং চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।

এ ছাড়া চোরদের দেয়া তথ্য অনুযায়ী গরুর মালিকদের খবর দেয়া হয়েছে। উদ্ধারকৃত গরু মালিকের কাছে বুঝিয়ে দেয়া হবে।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম কামরুজ্জামান জানান, গরু দুটি চুরির ঘটনায় মামলা হয়েছে। এ ছাড়া তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

Facebook
Twitter
LinkedIn