২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে রজব, ১৪৪৬ হিজরি / বিকাল ৩:৫০

আসছে বিএনপির নতুন ধাপের আন্দোলন, ইসির চিঠি অবৈধ দাবি নেতাদের

রাজনৈতিক কর্মসূচি বন্ধে নির্বাচন কমিশনের (ইসি) চিঠি অবৈধ, এখতিয়ার বর্হিভূত বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। তারা বলছেন, সরকারের ইশারায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এমন চিঠি দিয়েছে ইসি। হুঁশিয়ারি দিলেন, ১৮ ডিসেম্বরের পর শুরু হবে নতুন ধাপের আন্দোলন। সে সঙ্গে চলবে কর্মসূচিও।

নির্বাচন কমিশনের অনুমতি না মেলায় ১০ ডিসেম্বর মানবাধিকার দিবসে সমাবেশ করতে পারেনি ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। অথচ ওইদিন প্রেসক্লাবের সামনে শোডাউন করে বিএনপি। একদলকে অনুমতি দেয়া আরেক দলকে না দেয়ায় প্রশ্ন তোলেন ওবায়দুল কাদের। এর একদিন পরই নির্বাচন কমিশনের তরফ থেকে রাজনৈতিক কর্মসূচি  নিয়ে নতুন সিদ্ধান্ত এলো ।


সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ইসির অনুরোধ, ১৮ ডিসেম্বর থেকে নির্বাচন বাধাগ্রস্থ হয়, ভোটাররা নিরুৎসাহিত হয় এমন রাজনৈতিক কর্মসূচির অনুমতি না দিতে। তবে ভোটের প্রচারণা চালাতে পারবে রাজনৈতিক দলগুলো।

Facebook
Twitter
LinkedIn