বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলর আসামীদের আদালতে আনা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই রায় ঘোষণা করবেন বিচারক মো. আছাদুজ্জামান। আসামীদের সর্বোচ্চ শাস্তি চাচ্ছেন রিফাতের পরিবার। এদিকে রায়কে কেন্দ্র করে নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে আদাল চত্ত্বরকে। প্রায় আড়াইশ পুলিশ নিরাপত্তার কাজের নিয়োজিত রয়েছেন। আজ সকাল সাড়ে ১০ টার দিকে জেলা ও দায়রা জজ মো. আছাদুজ্জাদান আদালতে পৌঁছলেও বেলা সাড়ে ১১টার দিকে আসামীদের আদালতে আনা হয়।