আ.লীগকে নিষিদ্ধ করা প্রসঙ্গে বিবিসি বাংলার একান্ত সাক্ষাৎকারে ড. মুহাম্মদ ইউনূস মতামত প্রকাশ করেছেন।
সোমবার (৩ মার্চ) সেই সাক্ষাৎকারটি প্রকাশ করেছে বিবিসি বাংলা। এ সময় আওয়ামী লীগের রাজনীতি করা নিয়ে প্রধান উপদেষ্টার অবস্থান জানতে চাওয়া হয়।
জবাবে প্রধান উপদেষ্টা বলেন, সবাই মিলে যা ঠিক করবে আমরা তাই করব। আমার বরাবরই পজিশন হলো যে, আমরা সবাই এই দেশের নাগরিক। আমাদের এই দেশের ওপরে সমান অধিকার। আমরা সব ভাই ভাই। আমাদেরকে এই দেশেই বাঁচতে হবে। এ দেশকেই বড় করতে হবে। কাজেই যে মত-দল করবে, তার মতো করে, সবকিছু করবে। এই দেশ থেকে কারও অধিকার কেড়ে নেওয়ার কোনো উপায় নাই। কিন্তু যে অন্যায় করেছে, যার বিচার হওয়া উচিত, তার বিচার হতে হবে। এটুকুই শুধু।