২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সকাল ৭:৩২
২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সকাল ৭:৩২

ইংল্যান্ডের কাছে হেরে ব্যাটসম্যানদের দুষলেন মাহমুদুল্লাহ

টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা দ্বিতীয় ম্যাচে হেরে রীতিমতো চাপে বাংলাদেশ। শ্রীলঙ্কার পর বুধবার একপেশে ম্যাচে হারতে হল ইংল্যান্ডের কাছে। ম্যাচের শেষে স্বাভাবিক ভাবেই হতাশ অধিনায়ক মাহমুদুল্লা। জানালেন, দ্রুত নিজেদের ভুল শুধরে পরের ম্যাচগুলিতে নামতে হবে। না হলে বাংলাদেশের পক্ষে এই প্রতিযোগিতা আরও কঠিন হবে।

বুধবার টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন মাহমুদুল্লা। কিন্তু সেই সিদ্ধান্ত ব্যুমেরাং হয়ে দাড়ায় তাদের কাছে। শুরু থেকেই ব্যাটিং ধসের সামনে পড়ে বাংলাদেশ। সেই প্রসঙ্গে মাহমুদুল্লা বললেন, `ব্যাটিং নিয়ে সত্যিই আমরা খুব হতাশ। ব্যাটিংয়ের জন্য উইকেট খুবই ভাল ছিল। কিন্তু আমরা সেটা কাজেই লাগাতে পারিনি। আমাদের শুরুটাও ভাল হয়নি। মাঝের দিকেও কোনো জুটি তৈরি করতে পারিনি আমরা।’

মাহমুদুল্লা মেনে নিয়েছেন, ওপেনিং জুটিতে এ বার বড় রান করতে হবে তাদের। বলেছেন, `কিছুতেই শুরুটা ভাল হচ্ছে না আমাদের। এ ধরনের উইকেটে পরের দিকে প্রচণ্ড সমস্যা হয়ে যায়। আমাদের দলে নিখুঁত ভাবে বড় শট মারার ক্রিকেটার রয়েছে। এসেই ধুমধাড়াক্কা ক্রিকেট খেলার মতো ক্রিকেটার কম। সেটা আমরা বদলাতে চাই না। কারণ এই বিশ্বাস রয়েছে যে আমরা বড় রান করতে পারি। সেটা আগের ম্যাচেই দেখা গিয়েছে। আপাতত নতুন ভাবে পরিকল্পনা তৈরি করে পরের ম্যাচের আগে ঘুরে দাঁড়ানোই লক্ষ্য।’

Facebook
Twitter
LinkedIn