Search
২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি / সকাল ৯:০৩

ইংল্যান্ডের চেমসফোর্ডে আজ আয়ারল্যান্ড-বাংলাদেশ প্রথম ওয়ানডে

ইংল্যান্ডের চেমসফোর্ডে আজ আয়ারল্যান্ড-বাংলাদেশ প্রথম ওয়ানডে। বাংলাদেশ সময় বিকাল পৌনে চারটায় মাঠে গড়াবে ম্যাচটি। প্রথম ওয়ানডে ম্যাচকে ঘিরে বৃষ্টির শংকা রয়েছে। এই মাঠেই ১২ ও ১৪ মে হবে সিরিজের বাকি দুই ওয়ানডে। 

কিছুদিন আগে দেশের মাটিতে আয়ারল্যান্ডকে ওয়ানডে সিরিজে ২-০’তে হারিয়েছে বাংলাদেশ। ব্যাটে বলে আইরিশদের ওপর কর্তৃত্ব দেখিয়েছে টাইগাররা। আগে ব্যাট করে দুই দুইবার ভেঙেছে নিজেদের সর্বোচ্চ রানের রেকর্ড। তবে ইংল্যান্ডের কন্ডিশনে আইরিশদের হারানো চ্যালেঞ্জিং হবে। মনে করছে টাইগারদের টিম ম্যানেজমেন্ট।
বৃষ্টির কারণে প্রস্তুতিটাও ভালো হয়নি।

হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলেছেন, বিশ্বকাপ ভারতে হওয়ায় এই সিরিজে পরীক্ষা-নিরীক্ষা বাদ দিয়ে সিরিজ জেতার দিকে মনোযোগী হবে দল। সিরিজটি আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ। সেরা আটটি দল সরাসরি খেলবে বিশ্বকাপে। ১৩০ পয়েন্ট নিয়ে এরই মধ্যে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। ২১ ম্যাচে আইরিশদের সংগ্রহ ৬৮ পয়েন্ট। সমান ম্যাচে ৯৮ পয়েন্ট নিয়ে সেরা আটের পথে এগিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা। আয়ারল্যান্ড বাংলাদেশকে হোয়াইটওয়াশ করলে আর দক্ষিণ আফ্রিকা পাকিস্তানের কাছে হোয়াইটওয়াশ হলে সরাসরি খেলার সুযোগ তৈরি হবে আইরিশদের। 

Facebook
Twitter
LinkedIn