ইউক্রেনে অস্ত্র সরবরাহের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য পশ্চিমা দেশগুলোকে সতর্ক করে আনুষ্ঠানিকভাবে একটি কূটনৈতিক বার্তা পাঠিয়েছে রাশিয়া। শনিবার দ্য ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনকে অস্ত্র দেয়া বন্ধ করতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে রাশিয়া। যদি যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমাদেশগুলো ইউক্রেনে অস্ত্র সরবরাহ বন্ধ না করে তবে যেন ‘অনাকাঙ্খিত পরিণতির’ জন্য’ তৈরি থাকে।
এদিকে, ইউক্রেনে অস্ত্র সরবরাহের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশগুলিকে কূটনৈতিক বার্তা পাঠিয়েছে বলে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র নিশ্চিত করেছেন।
ইউক্রেনের দায়িত্বজ্ঞানহীন সামরিকীকরণ বন্ধ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের প্রতি আহ্বান জানিয়ে এ কূটনৈতিক বার্তা পাঠানো হয়েছে বলে জানিয়েছে রাশিয়া।