ইউক্রেন যুদ্ধ ও করোনায় আগামীতে কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে হতে পারে বলে আশঙ্কা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার। সেসময় দেশে যেনো খাদ্যভাব দেখা না দেয় সেজন্য এখন থেকেই সবাইকে সাশ্রয়ী হওয়ার পরামর্শ দেন তিনি।
সোমবার (১৬ মে) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এসডিজি বাস্তবায়ন পর্যালোচনায় দ্বিতীয় জাতীয় সম্মেলনে অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। এর আগে এসডিজি’র বাস্তবায়ন পর্যালোচনার জন্য দ্বিতীয় জাতীয় সম্মেলন উদ্বোধন ঘোষণা করেন শেখ হাসিনা।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, যত বাধাই আসুক না কেন, এসডিজি বাস্তবায়নে সব ধরণের প্রচেষ্টা অব্যহত রাখার ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অর্থের অপচয় রোধ নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী আরও বলেন, এসডিজি বাস্তবায়নে আমরা নীতি সহায়তা এবং অর্থের যোগান অব্যাহত রাখবো, তবে অর্থের সর্বোত্তম ব্যবহার এবং অপচয়রোধ নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে আন্তর্জাতিক প্রতিশ্রুতি যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।