২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ২:১২
২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ২:১২

ইউরোপজুড়ে তাই ফের লকডাউন চালু

কোনোভাবেই মোকাবেলা করা যাচ্ছে না বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের। প্রথম দফা আক্রমণ স্তিমিত হয়ে না আসতেই দ্বিতীয় দফার সংক্রমণ শুরু হয়ে যাচ্ছে। ইউরোপজুড়ে তাই ফের লকডাউন চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এরই মধ্যে ইউরোপের দেশ ফ্রান্স ৯টি শহরে জরুরি অবস্থা জারি করেছে। শুক্রবার দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন বলেন, কিছু একটা করতেই হবে। সংক্রমণের দ্বিতীয় দফাকে মোকাবেলা করতে হবে। করোনার প্রকোপ কিছুদিনের জন্য কমেছিল ফ্রান্সে। আগের চেহারায় ফিরতে শুরু করেছিল শিল্প-সাহিত্য ও সংস্কৃতির শহর প্যারিস। কিন্তু করোনার প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় আবারও জরুরি অবস্থার মধ্যে যেতে হচ্ছে প্যারিসবাসীকে। জরুরি অবস্থা জারি করা হয়েছে লিয়ঁ, মার্সেই ও তুলুসসহ আররো আটটি শহরে।

Facebook
Twitter
LinkedIn