শাইখ আহমেদ, ইতালিঃ
ত্রেভিজো বাংলা স্কুলের আয়োজনে গত রবিবার বর্ণাঢ্য ৫১তম মহান বিজয় দিবস ২০২২ উদযাপন উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী, শীতকালীন পিঠা মেলা উৎসব এবং বিজয়ী সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।ইতালির ত্রেভিজো স্কুল সংলগ্ন একটি হলরুমে আয়োজিত বিজয় উৎসবে সভাপতিত্ব করেন ত্রেভিজো বাংলা স্কুলের সভাপতি কামরুল হাসান রাসেল।
কামরুন নাহার তুলি এবং জাহিদুল হক সোহেল এর প্রাণবন্ত উপস্থাপনায় উৎসবের আলোচনা পর্বে বক্তৃতা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় পৌর কাউন্সিলর আলেছছান্ড্রো মানেরা এবং বিশেষ অতিথি হয়ে উপস্থিত থেকে বক্তৃতা করেন বিশিষ্ট ব্যবসায়ী ও বৃহত্তর কুমিল্লা সমিতি ভেনিস ইতালির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও ইতালি আওয়ামীলীগ ভেনিসের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শাইখ আহমেদ, বৃহত্তর কুমিল্লা সমিতি ভেনিস ইতালির সভাপতি নজরুল ইসাম, জোবানি পের লুমানিতার সভাপতি প্রিন্স হাওলাদার, বেল্লাল হোসেন, মোহাম্মদ নুর ইসলাম, এসোসিয়েশন বাংলাদেশ কমিউনিটি পরদোননে, মোঃ ইমতিয়াজ, আবুল খায়ের, ইমরান হোসেন, মোঃ লিটন, ইতালিয়ান প্রবাসী চ্যানেলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবু নাঈম ভূইয়া, মিজানুর রহমান, হাজী মোখলেছুর রহমান, মোর্শেদ আলম, আশরাফুল ইসলাম লিখন, নাজমুল হোসেন, মিজানুর রহমান, সাইদুজ্জামান পায়েল, ত্রেভিজো বাংলা স্কুলের সাধারণ সম্পাদক তৈয়ব আলী, এশা আমিন, শান্ত, খলিফা, ত্রেভিজো বাংলা স্কুলের শিক্ষিকা সাথী আক্তার, মুকুল আক্তার, হুমায়ারা আজমির, তানজিনা আক্তার রুনু, আয়েশা আখী, মোবিনুল হক, ইসরাত মুন।
পাশাপাশি উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্রবাসী সংবাদিক আর টিভির ইতালি প্রতিনিধি আসলামুজ্জামান মোহাম্মদ, প্রবাসী সংবাদিক সময় টিভির ইতালি প্রতিনিধি মাকসুদ রহমান ও প্রবাসী সাংবাদিক বঙ্গ টিভির ইতালি প্রতিনিধি সজীব আল হোসাইন।
ত্রেভিজো বাংলা স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনায় জাতীয় সংগীত, কেরাত, গান, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিচালনা করা হয়।
বিজয় দিবস ২০২২ উপলক্ষে স্কুলের শিক্ষার্থীদের মধ্যে এক চিত্রাঙ্কণ প্রতিযোগীতার আয়োজন করা হয়।এতে তিন বিভাগে অংশগ্রহনকারী শিক্ষার্থীদের অংশগ্রহনে ৭ জন বিচারকের সমন্বয়ে ক বিভাগে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে যথাক্রমে রাইয়ান মাহমুদ, জারা ইসলাম ও রোহান রাহিম।খ বিভাগে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে যথাক্রমে হিমিকা চৌধুরী, ফাইজা হোসেন ও মাহি রহমান।গ বিভাগে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে যথাক্রমে রাতুল হাসান, ইয়াসিন রহমান ও সামিয়া আক্তার সহ সকল অংশগ্রহণকারীকে বিশেষ পুরস্কার দেওয়া হয়।
পাশাপাশি শীতকালীন পিঠা মেলার প্রতিযোগিতায় উপস্থিত স্টলগুলোর মধ্যে ৭ জন বিচারকের সমন্বয়ে ১ম- বাংলাদেশ কমিউনিটি পরদেননে (BCP) যমুনা, ২য়- হাসান, ৩য়-বাংলাদেশ কমিউনিটি পরদেননে (BCP) পদ্মা, ৪র্থ- সায়মা আক্তার, ৫ ম- শারমিন আক্তার, ৬ষ্ঠ- বাংলাদেশ কমিউনিটি পরদেননে (BCP) মেঘনা, ৭ম- আফছানা আক্তার, ৮ম- ভোজন বিলাস, ৯ম- আয়েশা আখি, ১০ম- মাহাফুজা।
চিত্রাঙ্কন এবং শীতকালীন পিঠা মেলার প্রতিযোগিতার পুরস্কার ও সার্বিক সহযোগিতায় স্পনসর করেন অনুষ্ঠানের আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ এবং পরবর্তীতে সকল বিজয়ীদের হাতে তারা পুরস্কার তুলে দেন।
ত্রেভিজো বাংলা স্কুলের সভাপতি কামরুল হাসান রাসেল বলেন, প্রবাসী শিশু কিশোরদেরকে বাংলা ভাষা শিক্ষার পাশাপাশি ন্যায়বোধ, কর্তব্যবোধ, শৃঙ্খলা ও শিষ্টাচার মানুষ হিসেবে গড়ে উঠতে ত্রেভিজো বাংলা স্কুল সর্বদা সুশিক্ষা দিয়ে যাচ্ছে।