Search
১১ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ / ২৬শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ / ১১ই রমজান, ১৪৪৬ হিজরি / সকাল ৭:৫৭

ইতালির প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা

পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি। তার নেতৃত্বাধীন জোট সরকারের উপর থেকে দেশটির জনপ্রিয় রাজনৈতিক দল ফাইভ স্টার মুভমেন্ট সমর্থন প্রত্যাহার করায় তিনি পদত্যাগের এই ঘোষণা দেন। এর মধ্য দিয়ে ইউরোপের এই দেশটিতে ফের রাজনৈতিক অস্থিরতা জাঁকিয়ে বসার আশংকা দেখা দিয়েছে।

তবে দ্রাঘির পদত্যাগের ঘোষণা প্রত্যাখ্যান করেছেন দেশটির প্রেসিডেন্ট। তিনি মারিও দ্রাঘিকে পার্লামেন্টে দেশের সামগ্রিক রাজনৈতিক অবস্থা তুলে ধরে বক্তব্য দেওয়ার আহ্বান জানিয়েছেন।

খবর রয়টার্স ও সিএনবিসির

ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের সাবেক প্রধান হিসেবে দায়িত্বপালন করা মারিও দ্রাঘি ২০২১ সালের ফেব্রুয়ারি থেকে ইতালির ক্ষমতাসীন জোট সরকারের নেতৃত্বে ছিলেন। তবে রাজনৈতিক দল ফাইভ স্টার মুভমেন্ট তার পেছন থেকে সমর্থন প্রত্যাহার করায় পদত্যাগের ঘোষণা দেন তিনি।

পদত্যাগের বিষয়ে এক বিবৃতিতে মারিও দ্রাঘি বলেছেন, জোট সরকারকে টিকিয়ে রাখতে যে আস্থা-বিশ্বাসের দরকার, সেটা শেষ হয়ে গেছে। তিনি আরও বলেন, ‘আমি আজ রাতে প্রেসিডেন্টের কাছে পদত্যাগপত্র হস্তান্তর করব।’

অবশ্য প্রধানমন্ত্রী মারিও দ্রাঘির পদত্যাগপত্র গ্রহণ করতে প্রেসিডেন্ট সার্জিও মাতারেলা অস্বীকার করেছেন বলে জানিয়েছে বিবিসি। অন্যদিকে বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, দ্রাঘিকে তার সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট মাতারেলা।

Facebook
Twitter
LinkedIn