শাইখ আহমেদ, ইতালিঃ
বিজয়ের মাসে প্রথম দিনেই বিজয়ফুল কর্মসূচির উদ্বোধন করেছে ইতালির সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন “অঙ্কুর”।
রোমের তরপিনাত্তারায় বিমাস কার্যালয়ে প্রবাসের মাটিতে মহান মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাসকে সমুন্নত রাখতে এবং নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে অঙ্কুর পরিবার আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইমিগ্র্যান্টস এ্যাসোসিয়েশন-বিমাসের প্রেসিডেন্ট ড: মুক্তার হোসেন, অঙ্কুর প্রতিষ্ঠাতা মনিরুজ্জামান মনির, বিশিষ্ট সঙ্গীত শিল্পী কাজী জাকারিয়া, ইতালি বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক শাহ তৌহিদ কাদের, বিমাস নেতৃবৃন্দ ওয়াহিদুজ্জামান খান খসরু, হাসাদুর রহমান হান্নান, বিশিষ্ট ব্যবসায়ী মো: বিল্লাল এবং আয়োজক সহকারী সাংবাদিক নেতৃবৃন্দ লাবন্য চৌধুরী, শাহিন খলিল কাউসার, আমির হোসেন লিটন, মোঃ আল আমিন ও মিনহাজ হোসেন সহ অনেকে।
এসময় তারা বলেন, পাঁচটি সবুজ পাপড়ি ও একটি লাল বৃত্তের বিজয়ফুল, বিজয় স্মৃতিকথা ছড়িয়ে দেয়ার পাশাপাশি বহন করে জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান এবং দেশপ্রেম । আমাদের সকলের উচিত বিজয়ের সারা মাসেই বিজয়ফুল পরিধান করা।