Search
২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ / ২৬শে শাবান, ১৪৪৬ হিজরি / বিকাল ৩:০৭

ইতালীর নির্বাচনে জয়ী ডানপন্থী জোট

ইতালীর জাতীয় নির্বাচনে রোববার ভোট গ্রহণ শেষ হওয়ার পর এক্সিট পোল অনুযায়ী মেলোনির নেতৃত্বে ডানপন্থী জোট নিরঙ্কুশভাবে জয়ী হতে যাচ্ছে।

সোমবার ভয়েস অব আমেরিকার সূত্রে বলা হয়েছে, ওই জোট ৪১ থেকে ৪৫ শতাংশ ভোট পেয়ে সংসদের দু’কক্ষ নিয়ন্ত্রণ করবে বলে মনে করা হচ্ছে।

সূত্রে আরো বলা হয়েছে, সোমবার নির্বাচনের পুরো ফল পাওয়া যাবে।

এর আগে রোববার স্থানীয় সময় সকাল ৭টায় ভোট গ্রহণ শুরু হয় এবং দুপুর পর্যন্ত ২০১৮ সালে ইতালির শেষ সাধারণ নির্বাচনের একই সময়ের সমান বা সামান্য কম ভোটার উপস্থিতি ছিল।

নির্বাচনের আগে দু’সপ্তাহের মধ্যে জনমত জরিপ প্রকাশ নিষিদ্ধ করা হয়। রোববার সকালে মেলোনি টুইট করেন, ‘আজ আপনি একটা ইতিহাস লিখতে সাহায্য করতে পারেন।’

আর লেটা নিজের একটি ছবি টুইট করে লেখেন, ‘আশা করি একটা ভাল ভোট হবে।’

প্রায় পাঁচ কোটি ১০ লাখ ইতালীয় এবার ভোট দেয়ার জন্য যোগ্য।

Facebook
Twitter
LinkedIn