২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৬শে রজব, ১৪৪৬ হিজরি / বিকাল ৩:৪৮

ইন্দিরা গান্ধীর ৩৮তম মৃত্যুবার্ষিকী আজ

ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ৩৮ তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৮৪ সালের ৩১ শে অক্টোবর দিল্লিতে ৬৬ বছর বয়সে নিজ দেহরক্ষীর হাতে নিহত হন ইন্দিরা গান্ধী।

তার পুরো নাম ইন্দিরা প্রিয়দর্শিনী গান্ধী। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওয়াহর লালনেহরুর একমাত্র সন্তান ইন্দিরা ছিলেন দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী। চারদফা ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। পরিচিত ছিলেন দেশটির লৌহমানবী হিসেবে।

১৯১৭ সালের ১৯শে নভেম্বর জন্মগ্রহণ করেন ইন্দিরা গান্ধী। পণ্ডিত জওহর লাল নেহরু কন্যা ইন্দিরার ছাত্রজীবন কেটেছে স্যুইজারল্যান্ডের বেকস্-এই কোলেনোভেল, জেনেভার ইকোলে ইন্টারন্যাশনাল, পুনে ও মুম্বাইয়ের পিউপিলস ওন স্কুল, ব্রিস্টলের ব্যাডমিন্টন স্কুল, শান্তিনিকেতনের বিশ্বভারতী এবং অক্সফোর্ডের সামারভিল কলেজে।

আশির দশকে চতুর্থ দফায় প্রধানমন্ত্রী থাকাকালে ভারতের রাষ্ট্রীয় অখণ্ডতা হুমকির মুখে পড়ে। বেশ কিছু রাজ্য কেন্দ্রীয় শাসন থেকে বিচ্ছিন্ন হতে চায়, যাদের মধ্যে পাঞ্জাবও ছিল অন্যতম। সন্ত জার্নাইল সিং ভিন্দ্রানওয়ালের নেতৃত্বে শিখ বিচ্ছিন্নতাবাদীরা স্বতন্ত্র ভূখন্ড ‘খালিস্তান’ এর দাবিতে সহিংস আন্দোলন শুরু করে। ১৯৮২ সালের জুলাই মাসে জার্নাইল সিং অমৃতসরের স্বর্ণমন্দিরে অবস্থান নেন এবং শিখদের ভেতরে বিদ্রোহ উস্কে দিতে থাকেন।

১৯৮৪ সালের জুন মাসে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নির্দেশে ভারতীয় সেনাবাহিনী স্বর্ণমন্দিরে অপারেশন ব্লু-স্টার পরিচালনা করে। বিদ্রোহী দমনের এই অভিযানে ভিন্দ্রানওয়ালেসহ প্রায় ৪৯৩ জন শিখবিদ্রোহী নিহত হন। স্বর্ণমন্দিরের অনেক ভবন ও ক্ষতিগ্রস্ত হয় অভিযানে। স্বর্ণমন্দিরের অবমাননা আর খালিস্তানের স্বপ্ন ধূলিস্মাৎ করে দেবার প্রতিশোধ স্বরুপ ৩১শে অক্টোবর ১৯৮৪, সতওয়ান্ত সিং ও বেয়ান্ত সিং নামে নিজের দুই শিখ দেহরক্ষীর গুলিতে নিহত হন ইন্দিরাগান্ধী।

Facebook
Twitter
LinkedIn