২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে রজব, ১৪৪৬ হিজরি / ভোর ৫:০৩

ইবনে সিনা হাসপাতালে অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ

রাজধানীর কল্যাণপুরে ইবনে সিনা হাসপাতালে সিজারিয়ান চিকিৎসায় অবহেলার কারণে রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুর তিনটার দিকে এ ঘটনা ঘটে। গত ১৮ই মার্চ পেটে ব্যথা নিয়ে পলি সাহা নামে এক অন্তসত্ত্বাকে হাসপাতালে ভর্তি করা হয়।

সেদিন দুপুরে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তার ছেলে সন্তান হয়। পরে মা ও বাচ্চা দুজনেই সুস্থ আছে বলে জানান কর্তব্যরত চিকিৎসক। কিন্তু হঠাৎ মঙ্গলবার ভোর থেকে পলি সাহার রক্তক্ষরণ শুরু হয়। পরে তাকে আবার অস্ত্রপচার করা হয়। পলি সাহার স্বামীর দাবি সে সময় অতিরিক্ত রক্তক্ষরণ এবং চিকিৎসকের অবহেলায় তার স্ত্রীর মৃত্যু হয়েছে।

পলি সাহার স্বামী আশীষ রায় বলেন, ডাক্তার নিজেও স্বীকার করেছে পলি সাহার অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছে। তখনও কর্তব্যরত চিকিৎসক তাকে কিছু জানায়নি। পলি সাহার অবস্থা গুরুতর হলে আইসিইউ এ নিয়ে যাওয়া হয়। তার কিছুক্ষণ পরে পলি সাহাকে মৃত ঘোষণা করে।

পলি সাহার স্বামীর দাবি, কর্তব্যরত চিকিৎসক তাৎক্ষণিক তাকে জানালে বিকল্প হাসপাতাল বা অন্য কোনো ব্যবস্থা নিলে হয়তো তার স্ত্রীর মৃত্যু দেখতে হতো না।  

Facebook
Twitter
LinkedIn