জঙ্গীবাদের বিরুদ্ধে ইসলামি চিন্তাবিদরা অজানা কারণে কথা বলতে চায় না বলে মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ।
রবিবার সকালে রাজধানীর রাজারবাগে এন্টি টেরোরিজম ইউনিট আয়োজিত ইসলামের দুষ্টিতে উগ্রবাদ ও সন্ত্রাসবাদ নামক একটি গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি একথা বলেন। ইসলামের নাম ব্যবহার করে উগ্রবাদিরা ইসলামকে কোনঠাসা করে রেখেছে বলেও মন্তব্য করেন আইজিপি।
সরাবিশ্বে যতদিন জঙ্গিবাদের হুমকি থাকবে ততদিন বাংলাদেশেও একই হুমকি থাকবে বলে জানান তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, সারা বিশ্বের মতো আমাদের দেশেও ইসলামের নামে উগ্রবাদ ছড়ানোর চেষ্টা করা হয়েছিলো। বাংলাদেশকে সিরিয়া, আফগানিস্তান বানানোরও চেষ্টা করা হয়িছিলো বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
ইসলাম ধর্মের নামে বিদ্যমান উগ্রবাদ, জঙ্গিবাদ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের নেপথ্য কারণ অনুসন্ধান করে মূল থেকে সমস্যা নিরসনে প্রকাশিত হয়েছে গবেষণালব্ধ গ্রন্থ “ইসলামের দৃষ্টিতে উগ্রবাদ ও সন্ত্রাসবাদ” শীর্ষক গ্রন্থের। বাংলাদেশ পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ) এর ব্যবস্থাপনায় এ গ্রন্থটির সম্পাদনা পরিষদের সভাপতি হলেন শোলাকিয়া ঈদগাহ ময়দানের গ্রান্ড ইমাম শাইখুল ইসলাম আল্লামা ফরীদ উদ্দিন মাসঊদ। তাঁর নেতৃত্বে দেশ বরেণ্য ১৪ জন আলেম-গবেষক-অধ্যাপক ও খতিব গ্রন্থটির সম্পাদনা করেন।
এটিইউ’র মিডিয়া এন্ড এ্যাওয়ারনেস উইং কর্তৃক প্রকাশিত ২৩৬ পৃষ্ঠার এ গ্রন্থটিতে ইসলামের পরিচিতি থেকে শুরু করে জিহাদসহ বহুল আলোচিত ও চর্চিত ৪৪টি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোকপাত করা হয়েছে।