২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ৩রা শাবান, ১৪৪৬ হিজরি / সন্ধ্যা ৭:৪৬
২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ৩রা শাবান, ১৪৪৬ হিজরি / সন্ধ্যা ৭:৪৬

ইসি গঠনঃ আবেদন করেছেন সাবেক বিচারক, সচিব সামরিক কর্মকর্তারা

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য গতকাল মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) পর্যন্ত প্রায় ২০০ ব্যক্তির আবেদন জমা পড়েছে। তাঁদের বেশির ভাগই অবসরপ্রাপ্ত বিচারক, সামরিক বাহিনীর কর্মকর্তা, সচিব ও যুগ্ম সচিব পর্যায়ের কর্মকর্তা। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এতথ্য জানা গেছে।

সূত্র জানায়, আজ বুধবার বিশিষ্ট ৬০ নাগরিককে চিঠি দেবে মন্ত্রিপরিষদ বিভাগ।

এছাড়া নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকেও আজ চিঠি দেওয়া হবে। বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে রয়েছেন সাংবাদিক, শিক্ষাবিদ, সমাজকর্মী, আইনজীবীসহ নানান পেশার মানুষ।

পরে মন্ত্রিপরিষদ বিভাগ ই-মেইলে দেশ-বিদেশ থেকে আসা ও হাতে হাতে আসা ব্যক্তি পর্যায়ের আবেদন, রাজনৈতিক দলের সুপারিশ ও বিশিষ্টজনদের সুপারিশ করা ব্যক্তিদের নাম কমিটির সামনে উপস্থাপন করবে। সেখান থেকেই নির্বাচিত করা হবে প্রধান নির্বাচন কমিশনার ও অন্য সব নির্বাচন কমিশনার।

মন্ত্রিপরিষদ বিভাগের সংশ্লিষ্ট এক কর্মকর্তা সংবাদ মাধ্যমকে জানান, আগামী শুক্রবার পর্যন্ত আবেদন নেওয়া হবে। শুক্রবারেও চাইলে যে কেউ আবেদন জমা দিতে পারবেন। এদিন মন্ত্রিপরিষদ বিভাগের সংশ্লিষ্ট দফতর খোলা থাকবে।

Facebook
Twitter
LinkedIn