২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে রজব, ১৪৪৬ হিজরি / দুপুর ২:৫০

ই-টিকিটিংয়ে রাজধানীর ৩০ কোম্পানির বাস

রাজধানী মিরপুর থেকে বিভিন্ন রুটে চলাচলকারী ৩০টি কোম্পানির বাসে আজ থেকে ই-টিকিটি চালু হয়েছে। অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানি বন্ধে আজ রোববার (১৩ই নভেম্বর) থেকে এই ব্যবস্থা চালু করা হয়।

সকাল থেকেই মিরপুর এলাকা থেকে ছেড়ে যাওয়া বিভিন্ন বাসে মেশিনের মাধ্যমে টিকিট পাচ্ছেন যাত্রীরা। এতে সঠিক ভাড়া নিশ্চিত হওয়ায় খুশি তারা।

তবে, উল্টো চিত্রও আছে। অনেক বাসেই এখনো ই-টিকিট চালু হয়নি। বাসের চালক ও সহকারীরা জানালেন, মেশিন না থাকায় প্রথমদিনে অনেক বাসেই ই-টিকিট ব্যবস্থা চালু করা যায়নি। তাই আগের মতোই টিকিট ছাড়া ভাড়া নেয়া হচ্ছে যাত্রীদের কাছ থেকে। তবে, শিগগিরই এই ৩০ কোম্পানির সব বাসেই ই-টিকিট চালু করা হবে বলে জানালেন সংশ্লিষ্টরা।

এর আগে গত ২২শে সেপ্টেম্বর মিরপুর সুপার লিংক, পরিস্থান, প্রজাপতি ও বসুমতিসহ বেশ কয়েকটি বাস পরীক্ষামূলকভাবে ই-টিকিট কার্যক্রম শুরু করে।

শনিবার (১২ই নভেম্বর) ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির নেতারা জানান, রোববার থেকে মিরপুর অঞ্চলের সকল বাস ই-টিকিটিং এর আওতায় আসবে। পর্যায়ক্রমে ২০২৩ সালের ৩১শে জানুয়ারির মধ্যে ঢাকা শহরে ও ফেব্র“য়ারির মধ্যে ঢাকা সংলগ্ন শহরতলীর সকল বাসে ই-টিকেটিং সেবা চালু করা হবে। 

এছাড়া যাত্রীদের যে কোন অভিযোগ এবং সমস্যা সমাধানে মনিটরিং সেল করা হয়েছে বলেও সংবাদ সম্মেলন থেকে জানানো হয়। তবে, সকল গণপরিবহন এক কোম্পানির আওতায় না এনে ই-টিকিটিং ব্যবস্থা কতটা সফল হবে সেই প্রশ্নের জবাব আসেনি পরিবহন মালিকদের পক্ষ থেকে।

Facebook
Twitter
LinkedIn