২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে রজব, ১৪৪৬ হিজরি / রাত ১২:০৯

ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে শাকিব- বুবলির ‘লিডার, আমিই বাংলাদেশ

দীর্ঘ দিন ধরেই ঈদে মুক্তি পেয়ে আসছে শাকিব খান অভিনীত একাধিক সিনেমা। গত ঈদুল ফিতরেও তাঁর অভিনীত দু’টি সিনেমা মুক্তি পায়।

আগামী ঈদুল আজহায় ঢালিউড কিং শাকিব খান অভিনীত দু’টি সিনেমা মুক্তির ঘোষণা দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠানগুলো। এবার ইদুল ফিতরে মুক্তিপায় দু’টি সিনেমা। যার মধ্যে প্রথমবার পূজা চেরীর বিপরীতে ‘গলুই’ সিনেমায় দেখা গেছে ঢালিউল কিংকে। আরেকটিতে ছিলেন সময়ের সেরা জনপ্রিয় নায়িকা বুবলীর সংগে। সেই ধারাবাহিকতা বজায় থাকছে কোরবানি ঈদেও মুক্তি পাবে এই জুটির সিনেমা।

শাকিব খান অভিনীত ‘অন্তরাত্মা’ সিনেমাটি এবারে ঈদে মুক্তির পরিকল্পনা করছেন এর প্রযোজনা প্রতিষ্ঠান। সোহানী হোসেনের প্রযোজনায় ‘অন্তরাত্মা’ সিনেমাটি নির্মাণ করেছেন ওয়াজেদ আলী সুমন। সিনেমাটির কাহিনী লিখেছেন সোহানী হোসেন। এর চিত্রনাট্য রচনা করেছেন ফেরারী ফরহাদ। এতে শাকিব খানের বিপরীতে রয়েছেন ওপার বাংলার নায়িকা দর্শনা বণিক।
 
 এদিকে প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, ‘লিডার, আমিই বাংলাদেশ’-এর মুক্তির পরিকল্পনা করছে। 

‘লিডার, আমিই বাংলাদেশ’ সিনেমায় শাকিব খানের বিপরীতে রয়েছেন শবনম বুবলী। গত বছরের সেপ্টেম্বরে ধামরাইয়ের ফিল্ম সিটিতে এর দৃশ্যধারণের কাজ শেষ হয়। এটি নির্মাণ করেছেন তপু খান। এই সিনেমার মাধ্যমেই চলচ্চিত্র পরিচালক হিসেবে অভিষেক হচ্ছে তার।

সিনেমাটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন—মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, সুব্রত, সমু চৌধুরী, মাসুম বাশার, মিলি বাশার, প্রীতি, রিমু রেজা খন্দকার ও সীমান্তসহ আরও অনেকে।

Facebook
Twitter
LinkedIn