১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২রা শাবান, ১৪৪৬ হিজরি / সকাল ১০:৫২
১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২রা শাবান, ১৪৪৬ হিজরি / সকাল ১০:৫২

ঈদ যাত্রায় ৩৭২টি সড়ক দূর্ঘটনায় ৪১৬ জন নিহত

এবারের ঈদ যাত্রায় ৩৭২টি সড়ক দূর্ঘটনায় ৪১৬ জন নিহত এবং ৮৪৪ জন আহত হয়েছেন বলে উঠে এসেছে যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদনে। নিহতের সংখ্যা গতবছরের চেয়ে প্রায় একশ জন বেশি।  

এছাড়া সড়ক, নৌ ও রেল পথে সম্মিলিতভাবে ৪০২টি দূর্ঘটনায় ৪৪৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮৬৮ জন। সকালে ঢাকা রিপোটার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী সড়ক দূর্ঘটনা প্রতিবেদন ২০২২ প্রকাশ কালে এসব চিত্র তুলে ধরেন। 

২৫ লাখ মোটরসাইকেল ও ৪০ লাখ ইজিবাইক বহরে থাকায় এবং আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় এবারের ঈদ যাত্রা খানিকটা স্বস্তিদায়ক হলেও দূর্ঘটনা বেড়েছে বলেও জানান যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব। বরাবরের মত এবারো দূর্ঘটনার শীর্ষে রয়েছে মোটর সাইকেল। ১৬৪ টি মোটরসাইকেল দূর্ঘটনায় ১৪৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১১০ জন। 

Facebook
Twitter
LinkedIn