২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে রজব, ১৪৪৬ হিজরি / সকাল ১১:১২

উদ্বোধনের অপেক্ষায় খুলনার চটচটিয়া সেতু

চলতি মাসেই চালু হবে খুলনার ভদ্রা নদীর উপর নির্মিত চটচটিয়া সেতু। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বলছে সেতুটি চালু হলে খুলনা শহর থেকে ডুমুরিয়া, পাইকগাছাসহ চারটি উপজেলার সাথে যোগাযোগ সহজ হবে।

খুলনা শহর থেকে ডুমুরিয়া, পাইকগাছা, কয়রা এবং সাতক্ষীরার তালা উপজেলায় যেতে অনেকটা পথ ঘুরতে হতো এইসব উপজেলার মানুষদের। ভোগান্তি দূর করতে ভদ্রা নদীর উপর একটি সেতু নির্মাণের দাবি দীর্ঘদিনের। ২০১৭ সালে চটচটিয়ায় ২৮ কোটি টাকা ব্যয়ে সেতু নির্মাণের কাজ শুরু হয়।

বর্তমানে সেতুটির নির্মানকাজ প্রায় শেষ পর্যায়। সেতুটি চালুর আশায় দিন গুনছেন স্থানীয় জনসাধারণ। 

ডুমুরিয়া উপজেলা প্রকৌশলী মোঃ রবিউল ইসলাম জানান, এ মাসেই চলাচলের জন্য খুলে দেয়া হবে সেতুটি।

সেতুটি চালু হলে এ অঞ্চলের কৃষি ও মৎস্য খাত এবং যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আসবে বলে জানান, খুলনা-৫ আসনের সংসদ সদস্য নারায়ন চন্দ্র। 

সেতুটি দ্রুত চালু করার দাবি স্থানীয়দের।

Facebook
Twitter
LinkedIn