২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে রজব, ১৪৪৬ হিজরি / সকাল ৮:৪৬

উরুগুয়ের কাছে হারলো ব্রাজিল

ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬’এর লাতিন অঞ্চলের বাছাই পর্বের ম্যাচে ব্রাজিলকে হারিয়েছে স্বাগতিক উরুগুয়ে। উরুগুয়ে ২-০ গোলে হারায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে। গোল দুটি করেন উরুগুয়ের দারউইন নুনেজ ও নিকোলাস দে লা ক্রুজ। 

আজ বুধবার সকালে ঘরের মাঠ এস্তাদিও সেন্তেনারিওতে শেষ হাসি হেসেছে উরুগুয়ে। ব্রাজিলের বিপক্ষে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা জিতেছে ২-০ গোলে। 

ম্যাচের শুরু থেকেই ধুঁকছিল ব্রাজিল। ৪২ মিনিটে ডারউইন নুনেজের গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় উরুগুয়ে। দ্বিতীয়ার্ধে খেলতে নেমেও আক্রমণাত্মক খেলে মার্সেলো বিয়েলসার দল। ৭৭ মিনিটে ডে লা ক্রুজের গোলে ফলাফল দ্বিগুন করে উরুগুয়ে। এদিকে, খেলার বাকি সময় আর কোন দল গোল না করতে পারলে উুরুগুয়ের কাছে ২-০ ব্যবধানের হার মেনে নিয়ে মাঠ ছাড়তে হয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।   

এদিকে ম্যাচের ৪৪তম মিনিটে ইনজুরিতে পড়েছেন নেইমার। তাকে পেছনে থেকে ট্যাকল করেন উরুগুয়ের দে লা ক্রুজ। তাকে স্ট্রেচারে করে বাইরে নেয়া হয়। 

বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের এবারের বাছাইয়ে ব্রাজিলের এটি প্রথম হার। 

Facebook
Twitter
LinkedIn