২০২৩ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ বছর ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৭৮ দশমিক ৬৪ শতাংশ। গত বছর গড় পাসের হার ছিল ৮৫ দশমিক ৯৫ শতাংশ। সেই হিসাবে এবার পাসের হার কমেছে।
রোববার (২৬শে নভেম্বর) সকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২৩ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করেন। এসময় উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি এবং স্ব স্ব বোর্ডের চেয়ারম্যানগণ।
দুপুর ২টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় গত ১৭ই আগস্ট। এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছেন ১৩ লক্ষ ৭৪ হাজার ৪৮৮ জন শিক্ষার্থী। এরমধ্যে ছাত্র ৬ লাখ ৯৮ হাজার ১৩৫ জন। আর ছাত্রী ৬ লাখ ৭৬ হাজার ৫৫৩ জন।