২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে রজব, ১৪৪৬ হিজরি / দুপুর ১:২৩

একদিন এই নির্যাতনের অবসান হবে: নজরুল ইসলাম খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, অত্যাচার নির্যাতন চিরকাল চলাতে পারে না। একদিন এই হত্যা নির্যাতনের অবসান হবে, বিচারও হবে বলে মন্তব্য করেন তিনি।

কারাবন্দি অবস্থায নিহত বিএনপি নেতা ইমতিয়াজ আহমেদ বুলবুলের পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে গিয়ে একথা বলেন তিনি। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকালে বুলবুলের গোপীবাগের বাসায় গিয়ে তার স্বজনদের সমবেদনা জানান বিএনপির এ নেতা। 

এসময় তিনি সাংবাদিকদের বলেন, কেউ অপরাধ করলে বিচার হবে। কিন্তু বিনা কারণে রাস্তা থেকে ধরে নিয়ে যাবে, নির্যাতন করবে, চিকিৎসা না দিয়ে হত্যা করবে, এটা চলতে পারে না বলেও উল্লখ করেন নজরুল ইসলাম খান।

Facebook
Twitter
LinkedIn