২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ৩রা শাবান, ১৪৪৬ হিজরি / রাত ৩:৫৬
২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ৩রা শাবান, ১৪৪৬ হিজরি / রাত ৩:৫৬

একসঙ্গে আবারও অভিনয় করতে চান শবনম-মৌসুমী

বাংলাদেশের সিনেমার জীবন্ত কিংবদন্তি নায়িকা শবনম ও প্রিয়দর্শিনী মৌসুমী তাদের অভিনয় জীবনে একবারই একটি সিনেমায় অভিনয় করেছিলেন। কাজী হায়াৎ পরিচালিত ‘আম্মাজান’ সিনেমায় তারা দু’জন একসঙ্গে অভিনয় করেছিলেন। 

১৯৯৯ সালের ২৫ জুন সিনেমাটি মুক্তি পায়। এরপর শবনম আর নতুন কোন সিনেমাতে অভিনয় করেননি। তবে এখনো তার প্রবল আগ্রহ রয়েছে মৌলিক গল্পের সিনেমায় অভিনয় করার। সিনেমাতে শবনম আর অভিনয় না করলেও প্রিয়দর্শিনী মৌসুমী অভিনয়ে নিয়মিতই আছেন। কিছুদিন আগে আমেরিকা থেকে ফিরেছেন তিনি। ফিরেই তিনি আবার কাজে ব্যস্ত হয়ে উঠেছেন। এদিকে অভিনয়ে ফেরা নিয়ে কথা হলো শবনমের সঙ্গে। 

প্রাসঙ্গিকতায় মৌসুমীর কথাও উঠে আসে। শবনম বলেন,‘ অভিনয়তো করতেই চাই। অভিনয় না করতে করতে জীবন থেকে ২২টিরও বেশি বছর চলে গেল। কিন্তু এর মধ্যে আর নতুন কোন সিনেমাতে অভিনয় করা হয়ে উঠলনা। শরীর যদিও এখন আর আগের মতো ভালো নেই। তারপরও অভিনয় করতে ইচ্ছে করে। শিল্পী মনতো, মৃত্যুর আগ পর্যন্ত এই আকাঙ্খা রয়ে যাবে। মৌসুমী খুব ভালো অভিনত্রেী, ভালো একজন মানুষ। একটি সিনেমাতেই আমার সঙ্গে অভিনয় করেছে। এখনো দেখা হলে যে শ্রদ্ধা প্রদর্শন করে, বিনয়ের সঙ্গে কথা বলে তা আমাকে মুগ্ধ করে। যদি আবার সুযোগ আসে আমাদের একসঙ্গে কাজ করার তবে অবশ্যই অভিনয় করব।’ 

মৌসুমী বলেন, ‘ কিছুদিন আগে শবনম আপা পাকিস্তান গিয়েছিলেন। সেখানেও দেখলাম একটি সিরিজে তিনি অভিনয় করেছেন। কী চমৎকারভাবে তাকে সেই সিরিয়ালে তুলে ধরা হয়েছে। আমাদের দেশে তিনি বসে বসেই সময় পার করছেন। এমন একজন কিংবদন্তি শিল্পীকে আমাদের কাজে লাগানো উচিত। শবনম আপার সঙ্গে একটি সিনেমাতে অভিনয় করার সুযোগ পেয়েছি। তাতে আমি যা শিখেছি, আমার চলার পথে অনেক কাজে লেগেছে। আমি তার সান্নিধ্যে সবসময়ই ভীষণ পুলকিত হই। তিনি সত্যিকার অর্থেই অনেক বড় একজন শিল্পী, বড় মনের একজন মানুষ। আমি তার সুস্থতা কামনা করি সব সময়।’

Facebook
Twitter
LinkedIn