Search
২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি / রাত ৩:০১

একীভূত হলো পদ্মা ব্যাংক ও এক্সিম ব্যাংক

বেসরকারি বাণিজ্যিক ব্যাংক পদ্মা ও এক্সিম আজ থেকে একিভূত হলো। আজ সোমবার (১৮ই মার্চ) বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে দুটি ব্যাংকের পক্ষে এ বিষয়ে একটি সমঝোতা ম্মারকে সই করা হয়। 

এসময় এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার বলেন, “এর মধ্যে দিয়ে দুই ব্যাংক এক হলাম। ফলে আজ থেকে পদ্মা ব্যাংকের সকল দায় দেনা কাঁধে নিলো এক্সিম ব্যাংক। পদ্মা ব্যাংকের সকল দায় পরিশোধ করবে এক্সিম ব্যাংক। এর মাধ্যমে গ্রাহকের আমানত সুরক্ষা পাবে।”

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক বলেন, একিভূত হবার পদ্ধতি আমাদের দেশে নতুন হলেও বিশ্বব্যাপি এটি একটি স্বীকৃত প্রক্রিয়া। এক প্রশ্নের জবাবে তিনি জানান, কোন ব্যাংকের কমর্কতা-কমচারি যদি দুর্নীতিতে যুক্ত থাকে তাহলে তারা মার্জার (একীভূতিকরণ) এর কারণে দায়মুক্তি পাবেনা। 

Facebook
Twitter
LinkedIn