শেয়ারবাজারে আসার প্রক্রিয়ায় থাকা এগ্রো অর্গানিকা পিএলসির কোয়ালিফায়েড ইনভেস্টর অফারে (কিউআইও) আবেদন ২৭ নভেম্বর সকাল ১০টায় শুরু হবে। ফিক্সড প্রাইস পদ্ধতিতে আবেদন চলবে আগামী ৩ ডিসেম্বর বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।
ডিএসই সূত্রে জানা গেছে, ইলেকট্রনিক সাবস্ক্রিপশন পদ্ধতির (ইএসএস) এ আবেদনের ক্ষেত্রে যোগ্য বিনিয়োগকারীদের (কিউআইও) কমপক্ষে ৩০ লাখ টাকা বিনিয়োগ করতে হবে।
এর আগে শেয়ারবাজার থেকে কিউআইওর মাধ্যমে ৫ কোটি টাকা উত্তোলনের অনুমোদন পেয়েছিল এগ্রো অর্গানিকা পিএলসি। কোম্পানিটি কিউআইওর মাধ্যমে প্রতিটি ১০ টাকা মূলের ৫০ লাখ শেয়ার ইস্যু করে যোগ্য বিনিয়োগকারীদের থেকে ৫ কোটি টাকা সংগ্রহ করবে।