২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ৩রা শাবান, ১৪৪৬ হিজরি / সন্ধ্যা ৭:৪৭
২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ৩রা শাবান, ১৪৪৬ হিজরি / সন্ধ্যা ৭:৪৭

এনআরবি ব্যাংককে শেয়ার কারসাজিতে ৫০ লাখ টাকা জরিমানা

ঢাকা: বীমা খাতের কোম্পানি পাইওনিয়ার ইন্স্যুরেন্সের শেয়ার কারসাজিতে জড়িত থাকার অভিযোগে বেসরকারি খাতের এনআরবিকে প্রায় ৫০ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ ব্যাংক। আজ বৃহস্পতিবার এ সংক্রান্ত চিঠি ব্যাংকটির এমডি বরাবর পাঠানো হয়। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

পাইওনিয়ার ইন্সুরেন্সের শেয়ারদর গত বছরের জুন থেকে চলতি বছরের জুনের মধ্যে অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। মাত্র এক বছরে কোম্পানিটির শেয়ারদর ২৯ টাকা থেকে গত ১৪ জুন ২১৫ টাকায় ওঠে। অর্থাৎ এক বছরে শেয়ারটির দর বেড়েছিল সাড়ে ৭গুণ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অস্বাভাবিক এ দরবৃদ্ধির ক্ষেত্রে বেসরকারি ব্যাংক জড়িত ছিল বলে প্রমাণ পেয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এর পর তদন্ত শুরু হলে এনআরবি ব্যাংক বীমা কোম্পানিটির শেয়ার বিক্রি করতে শুরু করে। এতে দরপতন শুরু হয় শেয়ারটির। আজ ডিএসইতে শেয়ারটি সর্বশেষ ১৩১ টাকা ২০ পয়সায় কেনাবেচা হয়।

সূত্র আরো জানিয়েছে, শেয়ারবাজারের অস্বাভাবিক উত্থানের প্রেক্ষাপটে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের বিনিয়োগ কার্যক্রম তদারক করতে গিয়ে এ কারসাজির তথ্য পায় বাংলাদেশ ব্যাংক। তার ভিত্তিতে এনআরবি ব্যাংককে জরিমানা করা হয়েছে। এ বিষয়ে অধিকতর তদন্ত চলমান রয়েছে।

ব্যাংক কোম্পানি আইনের ২৬(ক) ধারায় এনআরবি ব্যাংককে জরিমানা করা হয়েছে। এ ধারার উপধারা (১)-এ একটি ব্যাংক অন্য ব্যাংক বা কোম্পানির কী পরিমাণ শেয়ার ধারন করতে পারবে তা বলা আছে। তবে এনআরবি ব্যাংক তা লংঘন করে পাইওনিয়ার ইন্স্যুরেন্সের শেয়ারে বিনিয়োগ করে।

এনআরবি ব্যাংক পাইওনিয়ার ইন্স্যুরেন্সে বিধি ভঙ্গ করে বিনিয়োগ করার কারণে কারণে ২৬(ক)(৩) ধারার আওতায় প্রায় ৫০ লাখ টাকা জরিামা করা হয়েছে। এই ধারায় বলা হয়েছে, কোনো ব্যাংক কোম্পানি উপ-ধারা (১) এর বিধান লংঘন করলে উক্ত ব্যাংক কোম্পানি অনুর্ধ্ব ২০ লাখ টাকা জরিমানা আরোপিত হবে। উক্ত লংঘন অব্যাহত থাকলে প্রথম দিনের পর থেকে প্রত্যেক দিনের জন্য অতিরিক্ত অনধিক ৫০ হাজার টাকা জরিমানা আরোপিত হবে।

Facebook
Twitter
LinkedIn