Search
২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ / ১১ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে রমজান, ১৪৪৬ হিজরি / রাত ১:৩৫

এনজিওগ্রাম শেষে হার্টে রিং পরানো হয়েছে তামিমের

হার্টে রিং পরানো হয়েছে ডিপিএলের ম্যাচের সময় হার্ট অ্যাটাক হওয়া তামিম ইকবালকে। বিকেএসপিতে ডিপিএলের ম্যাচ খেলতে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। ইতোমধ্যে তাকে ঢাকায় নিয়ে আসার জন্য হেলিকপ্টারও পাঠানো হয়েছে।

মাঠে অসুস্থ হয়ে পড়লে তামিমকে প্রাথমিক চিকিৎসা শেষে নেয়া হয় নিকটস্থ একটি হাসপাতালে। এক পর্যায়ে অবস্থার কিঞ্চিত অবনতি হলে তাকে স্থানান্তর করা হয় লাইফ সাপোর্টে। চিকিৎসকরা জানান, হার্ট অ্যাটাক করেছেন তামিম। তবে তাকে রাখা হয়েছে নিবিড় পর্যবেক্ষণে।

সোমবার (২৪ মার্চ) ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) একটি ম্যাচ খেলতে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) অবস্থান করছিলেন জাতীয় দলের সাবেক এ অধিনায়ক। মাঠে ফিল্ডিং করার সময়ে অসুস্থতা অনুভব করলে তিনি মাঠ থেকে উঠে কিছুক্ষণ বিশ্রাম নেন, এরপর আবারও নামেন ফিল্ডিং করতে। তখনই ঘটে অনাকাঙ্ক্ষিত এ ঘটনা।

এদিকে, তামিমের অসুস্থতার খবরে স্থগিত করা হয়েছে বিসিবির আজকের বোর্ডসভা। দুপুর ১২টায় এ বোর্ডসভা শুরু হওয়ার কথা ছিল।

Facebook
Twitter
LinkedIn