Search
১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ / ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ / ১৫ই রমজান, ১৪৪৬ হিজরি / রাত ১২:২৫

এবি ব্যাংকের ডিএমডি গ্রেফতার

প্রতারণার মামলায় এবি ব্যাংকের ডিএমডি আব্দুর রহমানকে নিজ বাসা থেকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ। মঙ্গলবার সকালে তাকে গ্রেফতার করা হয়।

গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) নিউটন দাশ এ খবর নিশ্চিত করেন।

তিনি বলেন, প্রতারণার মামলায় এবি ব্যাংকের ডিএমডি আব্দুর রহমানের বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল। সেই ওয়ারেন্টে রাজধানীর গুলশানের বাসা থেকে আজ সকালে তাকে গ্রেফতার করা হয়

নিউটন দাশ আরো বলেন, গ্রেফতারের পর গুলশান থানা পুলিশের একটি টিম তাকে আদালতে নিয়ে যাচ্ছে। আদালতে হাজির করে তাকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করবে পুলিশ।

রিমান্ড আবেদন মঞ্জুর হলে তাকে জিজ্ঞাসাবাদে বিস্তারিত জানা যাবে বলেও জানান গুলশান জোনের এ কর্মকর্তা।

Facebook
Twitter
LinkedIn